নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ফ্রান্সের আল্পস পর্বতাঞ্চলে ঘটল এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা। একটি হেলিকপ্টার ভেঙে পড়ায় নিহত হন পাঁচজন। মঙ্গলবারের এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়ে জীবনের সঙ্গে লড়ছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
আরও পড়ুনঃ জলঙ্গীতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ,আহত ২
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার ফ্রেঞ্চ আল্পসের সাভোয়া অঞ্চলের কাছে প্রায় ৫৯০৫ ফুট উচ্চতা থেকে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারে ৬ জন যাত্রীই উদ্ধারকারী দলের সদস্য। বিশেষ প্রশিক্ষণের জন্যই তাঁদের ওই দুর্গম অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান প্রশাসনের। তবে তদন্ত চলছে। ফ্রান্সের বিমান দুর্ঘটনা ব্যুরো জানিয়েছে, তারা একটি তদন্ত শুরু করেছেন। ঘটনাস্থলেও একটি টিমকে পাঠানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584