নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শিলিগুড়িতে ডাকাতির আগে পুলিশের জালে পাঁচ দুষ্কৃতী ধরা পড়ল৷ উদ্ধার করা হল আগ্নেয়াস্ত্র,কার্তুজ,বাইক সহ প্রচুর জাল নোট ৷ফের বড়োসড়ো সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।ডাকাতির আগেই পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ।
শুক্রবার নিউ জলপাইগুড়ি থানায় এক সাংবাদিক বৈঠক করেন ডিসিপি ডিডি কুনওয়ার ভূষণ সিং। তিনি বলেন যে এসটিএফ এর থেকে আমাদের কাছে খবর আসে যে বিহার থেকে একটি ডাকাত দল বড়সড়ো ডাকাতির উদ্দেশ্যে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি এলাকায় ঘাঁটি গেড়েছে।
এই খবর পাওয়ার পরেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিডি ও নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ তদন্তে নামে। এরপর ওই পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সেনাওয়াজ আনসারি,মিথুন গোয়ালা,মহেন্দ্র যাদব,মহম্মদ আহেমদ,আজয় কুমার।
আরও পড়ুনঃ মোবাইলের কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ৭ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ
ধৃতদের মধ্যে মিথুন গোয়ালা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ও বাকী ৪ জন বিহারের বাসিন্দা। এর পাশাপাশি তিনি আরও বলেন যে ধৃতদের কাছ থেকে ২ টি আগ্নেয়াস্ত্র, ২ টি বাইক,৫ টা মোবাইল,১৭ টি তাজা কার্তুজ,৩ টি ম্যাগজিন,২২ টা ১০০ টাকার জাল নোট,১টি ডঙ্গল উদ্ধার করা হয়েছে । গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584