তৃণমূলে নাম লেখালেন বিষপানকারী ৫ শিক্ষিকা সহ শিক্ষক নেতা মইদুল ইসলাম

0
150

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

গত ২ দিন আগেই শোনা গিয়েছিল ঘাসফুলে যোগ দিতে চলেছেন শিক্ষক নেতা মইদুল ইসলাম এবং বিষপানকারী ৫ শিক্ষিকা। সেইমতোই আজ রবিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তৃনমূলের বিজয় সম্মেলনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন তারা। এছাড়াও শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের কোর কমিটির প্রায় ৩০০ জন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

Five teachers who consume poison

আজ তৃণমূলে যোগ দিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম জানান, “পেশাগতভাবে আন্দোলন করেছি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে। যা হঠকারী সিদ্ধান্ত ছিল। এর ফায়দা লুটেছে বিরোধী দলগুলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে যোগ দিলাম তৃণমূলে।”

আরও পড়ুনঃ জামিন অযোগ্য ধারায় খুনের চেষ্টার অভিযোগে সায়নীকে গ্রেপ্তার করল ত্রিপুরা পুলিশ

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে আদিগঙ্গায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতা মইদুল ইসলাম। এবং গত ২৪ অগাস্ট বদলির দাবিতে সল্টলেকের বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এই পাঁচ শিক্ষিকা। এর মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকলেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন। আইন ভঙ্গের মামলাও দায়ের করে পুলিশ। আজ রবিবার সেই আন্দোলনকারীরাই নাম লেখালেন ঘাসফুল শিবিরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here