নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কিষাণ দিবসে কেন্দ্রের কৃষি আইনে প্রত্যাহারের দাবিতে রিলে অনশনে কৃষকরা। কৃষক আইন বাতিলের দাবিতে গত সোমবার থেকেই শুরু হয়েছে অনশন আন্দোলন। এর মাঝে বুধবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লির সিংঘু সীমানায় অনশনরত আন্দোলনকারী কৃষকদের সঙ্গে দেখা করলেন ৫ তৃণমূল সাংসদ।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলা শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে ডিএম কে ডেপুটেশন
৫ সদস্যের তৃণমূল প্রতিনিধি দলে ছিলেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল এবং মহম্মদ নাদিমুল হক। সাংসদদের উপস্থিতিতেই বিক্ষুব্ধ কৃষকদের কয়েকজনের সঙ্গে ফোনে কথাও বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীকে ধর্নাস্থলে আসার আমন্ত্রণ জানিয়েছেন বিক্ষুব্ধ কৃষকরা।
আন্দোলনে অংশগ্রহণকারী কৃষকদের প্রতি তাঁদের সমর্থন দেখাতেই এদিন তাঁদের সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। তৃণমূলের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়। মোদী সরকার কিষাণ দিবসেই দেশের খাদ্য সরবরাহকারীদের অনশনে বসতে বাধ্য করছে বলেও আক্রমণ তৃণমূল শিবিরের।
আরও পড়ুনঃ সুজাতা বিজেপির প্রাথমিক সদস্য ছিলেন কিনা জানা নেই দিলীপ ঘোষের!
তৃণমূলের ওই বিবৃতিতে বলা হয়েছে, ১৪ বছর আগে সিঙ্গুরে জোর করে কৃষি জমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষকদের স্বার্থ রক্ষায় ২৬ দিনের অনশনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের রায়ে মান্যতা পেয়েছে, তৃণমূল নেত্রীর এই অবস্থান।
কিষাণ দিবসে বুধবার একটি টুইটে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কঠিন পরিশ্রমের কথা তুলে ধরেছেন। ওই টুইটে মুখ্যমন্ত্রী একই সঙ্গে রাজ্য সরকারের কিষাণ বন্ধু প্রকল্পের কথাও উল্লেখ করেন। কেন্দ্রীয় কৃষি আইন বিরোধী বিক্ষোভকারী কৃষকদেরও সমর্থনের কথাও উল্লেখ করা রয়েছে ওই টুইট বার্তায়।
শুরু থেকেই আন্দোলনকারী কৃষকদের দাবিকে সমর্থন করেছে তৃণমূল কংগ্রেস। কৃষি বিল সংসদের পেশের সময়ই প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূল সাংসদরা। পরে দিল্লি সীমানায় কৃষক আন্দোলন শুরু হলে তাঁদের সমর্থন করে একাধিক টুইট করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ রামনগরে বিজেপির মিছিলে হামলা, অভিযোগ তৃণমূলের বিরূদ্ধে
অবস্থান মঞ্চে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন। তাঁর ফোন থেকেই সেই সময় কৃষক আন্দোলনের নেতারা বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তাঁদের সহায়তার সব ধরণের সমর্থনের আশ্বাসও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের ডাকা ভারত বন্ধেও সমর্থন জানিয়েছিলেন তৃণমূল নেত্রী।
কেন্দ্রের তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অবস্থান বিক্ষোভে শামিল হয়েছে দেশের বিভিন্ন কৃষক সংগঠন। দিল্লি অভিমুখী মিছিল সিঙ্ঘু সীমানায় বাধা পেলে সেখানেই অবস্থান শুরু করেছেন কৃষকরা। এর মাঝেই কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনগুলোর বেশ কয়েক দফা আলোচনাও নিষ্ফলা হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্র বিরোধী প্রতিবাদ আরও জোরদার করতে বিক্ষোভকারী কৃষকরা সিঙ্ঘু সীমানায় রিলে অনশন ধর্না শুরু করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584