হাথরাসকাণ্ডে পুলিশ সুপার-সহ ৫ আধিকারিককে সাসপেন্ড

0
138

ওয়েব ডেস্ক,লখনৌঃ

হাথরাস ইস্যুতে উত্তরপ্রদেশ পুলিশের ‘সন্দেহজনক’ পদক্ষেপে বিজেপির ভাবমূর্তি ধাক্কা খেয়েছে বলে এদিন মুখ খুলেছিলেন উমাভারতী। আর তার কিছুসময় পরেই অবশেষে এ ঘটনায় পুলিশ সুপার-সহ ৫ আধিকারিককে সাসপেন্ড করল যোগী সরকার।

UP police | newsfront.co
প্রতীকী চিত্র 

গণধর্ষণ ও নির্মম অত্যাচারে দলিত তরুণীর মৃত্যুর ঘটনায় সাসপেন্ড করা হয়েছে হাথরাসের পুলিশ সুপার বিক্রান্ত বীর, সার্কেল অফিসার রাম শবদ, ইন্সপেক্টর দীনেশ মিনা, সাব ইন্সপেক্টর জগবীর সিং ও হেড কনস্টেবলকে। হাথরাসের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেবেন শামলি বিনিত জয়সওয়াল।

উল্লেখ্য, হাথরাসে নৃশংসভাবে গণধর্ষণ ও নির্মম অত্যাচারে মৃত দলিত তরুণীর দেহ গভীর রাতে পরিবারের অনুমতি ছাড়াই দাহ করার অভিযোগে উত্তাল হয়েছে গোটা দেশ। আজ, শুক্রবার এ ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন উমাভারতী।

তিনি বলেন, “উত্তরপ্রদেশ পুলিশের সন্দেহজনক পদক্ষেপে বিজেপির ভাবমূর্তি ধাক্কা খেয়েছে। উত্তরপ্রদেশ সরকার ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভাবমূর্তিও নষ্ট হয়েছে”। তিনি আরও বলেন, “যেভাবে গ্রামে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ, তাতে সন্দেহ দানা বেঁধেছে”।

আরও পড়ুনঃ গান্ধীজির জন্মদিনে টুইটারে টপ ট্রেন্ডে নাথুরাম

এদিন টুইটারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ট্যাগ করে উমাভারতী লিখেছেন, “নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে সংবাদমাধ্যম ও রাজনৈতিক দলগুলিকে নির্যাতিতার বাড়ি যেতে অনুমতি দেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করছি”।

অন্যদিকে, এদিনই টুইটারে যোগী আদিত্যনাথ লিখেছেন, “যারা উত্তরপ্রদেশের মা-বোনেদের সম্মান নষ্ট করবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here