ওয়েব ডেস্ক,লখনৌঃ
হাথরাস ইস্যুতে উত্তরপ্রদেশ পুলিশের ‘সন্দেহজনক’ পদক্ষেপে বিজেপির ভাবমূর্তি ধাক্কা খেয়েছে বলে এদিন মুখ খুলেছিলেন উমাভারতী। আর তার কিছুসময় পরেই অবশেষে এ ঘটনায় পুলিশ সুপার-সহ ৫ আধিকারিককে সাসপেন্ড করল যোগী সরকার।
গণধর্ষণ ও নির্মম অত্যাচারে দলিত তরুণীর মৃত্যুর ঘটনায় সাসপেন্ড করা হয়েছে হাথরাসের পুলিশ সুপার বিক্রান্ত বীর, সার্কেল অফিসার রাম শবদ, ইন্সপেক্টর দীনেশ মিনা, সাব ইন্সপেক্টর জগবীর সিং ও হেড কনস্টেবলকে। হাথরাসের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেবেন শামলি বিনিত জয়সওয়াল।
६)आप एक बहुत ही साफ़ सुधरी छवि के शासक है । मेरा आपसे अनुरोध है कि आप मीडियाकर्मियों को एवं अन्य राजनीतिक दलो के लोगों को पीड़ित परिवार से मिलने दीजिये ।
— Uma Bharti (@umasribharti) October 2, 2020
উল্লেখ্য, হাথরাসে নৃশংসভাবে গণধর্ষণ ও নির্মম অত্যাচারে মৃত দলিত তরুণীর দেহ গভীর রাতে পরিবারের অনুমতি ছাড়াই দাহ করার অভিযোগে উত্তাল হয়েছে গোটা দেশ। আজ, শুক্রবার এ ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন উমাভারতী।
उत्तर प्रदेश में माताओं-बहनों के सम्मान-स्वाभिमान को क्षति पहुंचाने का विचार मात्र रखने वालों का समूल नाश सुनिश्चित है।
इन्हें ऐसा दंड मिलेगा जो भविष्य में उदाहरण प्रस्तुत करेगा।
आपकी @UPGovt प्रत्येक माता-बहन की सुरक्षा व विकास हेतु संकल्पबद्ध है।
यह हमारा संकल्प है-वचन है।
— Yogi Adityanath (@myogiadityanath) October 2, 2020
তিনি বলেন, “উত্তরপ্রদেশ পুলিশের সন্দেহজনক পদক্ষেপে বিজেপির ভাবমূর্তি ধাক্কা খেয়েছে। উত্তরপ্রদেশ সরকার ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভাবমূর্তিও নষ্ট হয়েছে”। তিনি আরও বলেন, “যেভাবে গ্রামে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ, তাতে সন্দেহ দানা বেঁধেছে”।
আরও পড়ুনঃ গান্ধীজির জন্মদিনে টুইটারে টপ ট্রেন্ডে নাথুরাম
এদিন টুইটারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ট্যাগ করে উমাভারতী লিখেছেন, “নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে সংবাদমাধ্যম ও রাজনৈতিক দলগুলিকে নির্যাতিতার বাড়ি যেতে অনুমতি দেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করছি”।
অন্যদিকে, এদিনই টুইটারে যোগী আদিত্যনাথ লিখেছেন, “যারা উত্তরপ্রদেশের মা-বোনেদের সম্মান নষ্ট করবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584