ব্রিগেড নিয়ে তরুণদের গাওয়া ‘প্যারোডি’, কমরেডদের নয়া উদ্যম

0
115

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

cpim party | newsfront.co
প্রতীকী চিত্র

‘টুম্পা সোনার’ মতো চটুল গানের ব্যবহার বামেদের ব্রিগেড সমাবেশের প্রচারে? এই প্রশ্নেই ভ্রু কুঁচকেছিলেন অনেকে। প্রাচীন বামপন্থী ভাবধারার মানুষজন একে বাম সংস্কৃতির বিরোধী বলে দাবি করেছিলেন। তবে এই সিদ্ধান্ত যে সূক্ষ্ম চিন্তারই ফসল, তা প্রমাণিত হয়েছে টুম্পা সোনা প্যারোডির জনপ্রিয়তায়। আম আদমির মন ছুঁয়ে গিয়েছে আপাত চটুল এই গান। এর থেকেই যেন আরও চাঙ্গা হয়ে উঠেছে বাম শিবির। যারা ভ্রু কুঁচকে উঠেছিলেন তাদের কিছুটা সন্তুষ্টি করতেই তৈরি হল ‘ফ্ল্যাশ মব’।

সিপিআই(এমে) -র কথায়, ভিড়ের মধ্যে মিশে থেকে ভিড়ে আরও মানিয়ে নেওয়া। জানিয়ে দেওয়া হয় নিজেদের কথা। লাতিন আমেরিকার পথ ধরেই আচমকা জনতার সামনে নিজের কথা তুলে ধরার কৌশল এবার বাংলায় ব্রিগেড চলোর ক্যাম্পেনে ব্যবহার করল সিপিআই(এম)। এই ফ্ল্যাশ মবের গান লিখেছেন জয়রাম ভট্টাচার্য। সুর দিয়ে ব্রিগেড সমাবেশের জন্য গান গিয়েছেন অর্ক মুখোপাধ্যায়। এবিষয়ে সিপিআই(এম) নেতা রবিন দেব বলেন,’অতীতে মান্না দের অনেক বিখ্যাত গান প্যারডি করে গাইতেন দীপেন মুখোপাধ্যায়। টুম্পা সোনার গানের সুর ব্যবহার করে এই গান অনেক মানুষের মন ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে। গানের কথাই আসল বিষয় বস্তু। এবার ব্রিগেড হবে ঐতিহাসিক সমাবেশ। থাকবে তরুণদের উল্লেখযোগ্য উপস্থিতি।’

গত কয়েকটি নির্বাচনের ভোটে তলানিতে চলে যাওয়া জ্যোতিবাবু-বুদ্ধদেব ভট্টাচার্যদের দল নয়া উদ্যমে এগোতে শুরু করেছে। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মানুষের হৃদয় ছুঁতে তাদের সামনে একটাই লক্ষ্য ব্রিগেড সমাবেশ সফল করা। তাই তার প্রচারে এতটুকু খামতি রাখছে না তারা। টুম্পা সোনা প্যারোডির জনপ্রিয়তার কথা মাথায় রেখে এ বার তাদের অস্ত্র, ”চলো ব্রিগেড চলো।”

আরও পড়ুনঃ দেওয়াল ঘিরে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব তমলুকে, উত্তেজনা

ব্রিগেড সমাবেশের প্রচারে অভিনব ফ্ল্যাশ মব। গানের কথা ও কোরিয়োগ্রাফি করেছেন জয়রাম ভট্টাচার্য। নিজের মনের মতো করে ব্রিগেডের সমাবেশের প্রয়োজনীয়তার কথা জানিয়ে দেওয়া হয়েছে এই গানের মধ্যে দিয়ে। গোটা গানে তুলে ধরা হয়েছে বামেদের ঐতিহ্য, বামেদের সংগ্রামের ইতিহাস। কোরিয়োগ্রাফির আড়ালে যেন টগবগ করে ফুটছে যুব প্রজন্মের এক ঝাঁক তরুণ-তরুণী। আঠাশে ফেব্রুয়ারির ব্রিগেড সমাবেশ থেকেই যেন আগামীর ইতিহাস রচনা করতে মরিয়া তাঁরা।

আরও পড়ুনঃ নাড্ডার আলোচনাচক্রে মিঠুনের উপস্থিতির সম্ভাবনা, তুঙ্গে জল্পনা

টুম্পা সোনার আদলে চলো ব্রিগেড চলো সুদূর জঙ্গলমহলের মানুষের সহযোগিতায় ব্রিগেডের প্রচারে গান বেঁধেছেন সিপিআইএম ঝাড়গ্রাম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য উদ্ভব মাহাত। শস্যে ফসলে মিশেছে যাদের ঘাম, তাঁদের নিয়েই ব্রিগেড সমাবেশের কথা বলা হয়েছে ফ্ল্যাশ মবে। এই ফ্ল্যাশমব নিয়ে হাওড়া জুড়ে প্রচার চালানো হয়েছে। বিপুল সাড়া মেলায় এ বার তারা রাজ্যজুড়ে প্রচারে নামছে। বামেদের এই নয়া এক্সপেরিমেন্ট আদৌ ফলপ্রসূ হচ্ছে কি না, তার আভাস মিলবে বাম- কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই ব্রিগেডে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here