মুখ্যমন্ত্রীর সফরের আগেই শুভেন্দু অধিকারীর ফ্লেক্সে ছয়লাপ গোটা মেদিনীপুর শহর

0
102

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

আগামী ৭ই ডিসেম্বর মেদিনীপুর শহরের কলেজ মাঠে সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহুদিন বাদে মেদিনীপুর শহরে এটাই তার রাজনৈতিক সভা। এতদিন তিনি প্রশাসনিক সভায় করে এসেছেন।

suvendu adhikari poster | newsfront.co
নিজস্ব চিত্র

কয়েকদিন আগে তিনি বাঁকুড়ার সভাতে বলেছিলেন এতদিন সরকারকে বেশি সময় দিয়েছেন, এবার থেকে দলকে বেশি করে সময় দেবেন তিনি। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে মেদিনীপুরের সভাকেই মুখ্যমন্ত্রীর প্রথম জনসভা হিসাবে ধরা যেতেই পারে।এর মাঝে রাজনৈতিক তাৎপর্যপূর্ণ ঘটনা হল মন্ত্রিত্ব ছেড়ে শুভেন্দু অধিকারীর বেরিয়ে আসা। যদিও শুভেন্দু অধিকারী এখনও দলত্যাগ করেননি, বিধায়ক পদও ছেড়ে দেননি।

তবুও কোন পথে যেতে পারেন এবং গেলে তার জবাব এই সভা থেকেই দিতে পারেন মুখ্যমন্ত্রী। তাই রাজনৈতিক দিক থেকে এই সভা অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।মুখ্যমন্ত্রীর সেই সভার প্রস্তুতির মাঝেই মেদিনীপুর শহর জুড়ে লাগানো হলো ” আমরা দাদার অনুগামী” থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত ফ্লেক্স “বাংলায় দাদাকে চাই” এর পাশাপাশি “মুক্তি সূর্য”।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে, তৃণমূলকে সমুদ্রের সাথে তুলনা করলেন ফিরহাদ

আবার শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছেড়ে দেওয়াকে গৌরবাম্বিত করতে লেখা হয়েছে “ক্ষমতার জন্য নয়, মানুষের কাজ করার জন্য আমাদের রাজনীতি”। সারি সারি দিয়ে শুভেন্দু অধিকারীর ফ্লেক্সে ছয়লাপ মেদিনীপুর শহরের মীর বাজার এলাকার মল্লিকচক সহ শহরের একাধিক এলাকায়। শুভেন্দু অধিকারীর এই ফ্লেক্স বাঁধাকে ঘিরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক জল্পনা!কিন্তু মুখ্যমন্ত্রীর সভার আগে এই ফ্লেক্স কেন? তবে কি মুখ্যমন্ত্রীর সভাকে চ্যালেঞ্জ করেই এই ফ্লেক্স ? দাদার অনুগামীদের বক্তব্য সোমবার রাসমেলা, এলাকায় রাস মেলার অনুষ্ঠানের জন্য বহু লোক সমাগম হয়ে থাকে।

আরও পড়ুনঃ সিএএ ইস্যু নিয়ে রাজ্যে নিজের দলের বিরুদ্ধেই প্রশ্ন তুললেন, বিজেপি সাংসদ শান্তনু

সেই মানুষদের শুভেচ্ছা জানাতেই এই ফ্লেক্স , যেমনটা দুর্গাপুজো,কালীপুজো বা ছট পুজোর সময় মানুষদের শুভেচ্ছা জানানো হয়, সেই উদ্দেশ্যেই এই শুভেচ্ছা বার্তা। এর সঙ্গে মুখ্যমন্ত্রীর সভার কোন সম্পর্কই নেই বলে জানিয়েছেন দাদার অনুগামীরা।এদিকে আরো নিবিড় জনসংযোগ করতে ডিসেম্বর মাস ধরে টানা কর্মসূচি ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে মুখ্যমন্ত্রীকে ডাকবেন রাজ্যপাল দাবি সৌমিত্রর, জানল কী করে প্রশ্ন সৌগতর

পূর্ব মেদিনীপুরের মহিষাদলে একটি অরাজনৈতিক সভা থেকে রবিবার আরও কয়েক গুচ্ছ অরাজনৈতিক সভার ঘোষণা করে তিনি বুঝিয়ে দিয়েছেন তৃণমূল ছাড়ুন অথবা নাই ছাড়ুন, বিজেপিতে যান অথবা নাই যান,জনগণের মধ্যে থাকছেন তিনি।

তবে বিষয়টিকে এত সরলীকরণ করতে রাজি নয় রাজনৈতিক মহল। বরং দলনেত্রী আসার আগে নতুন করে শুভেন্দু অনুগামীদের এই উদ্যোগকে ছায়াযুদ্ধ হিসেবেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here