মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
সোমবার থেকে ২৫টি বিমানবন্দরের বিমান ওঠা নামা করবে, জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সমগ্র দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৮৬৮। এরমধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ১৯০ জন।
মন্ত্রিসভার সদস্য নবাব মালিক বলেন, “আমি মুখ্যসচিবের সঙ্গে কথা বললাম। সমস্ত সংস্থার সঙ্গে আলোচনা করে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামীকাল থেকে ২৫টি করে বিমান পরিষেবা চালু করা হবে।” এই সংখ্যাটা ধীরে ধীরে বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি।
রাজ্যের মানুষের উদ্দেশে বার্তায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, “আমি বিমানমন্ত্রী হরদ্বীপ সিং পুরির সঙ্গে কথা বলেছি। আমি বিমান পরিষেবা চালু করার প্রয়োজনীয়তা বুঝতে পারছি, তবে আমাদের প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন”।
আরও পড়ুনঃ অন্ধকূপের চেয়েও খারাপ অবস্থা! করোনা রোগী মৃত্যু ঘিরে গুজরাট হাইকোর্টের মন্তব্য
মুখ্যমন্ত্রীর দফতরের তরফে ট্যুইটে জানানো হয়েছে এখন শুধুমাত্র জরুরি কারণে বিমান চলাচল করবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আরও ভালভাবে পরিকল্পনা করে মুম্বই বিমানবন্দরে পরিষেবা চালু করতে চান তিনি।
বিমানমন্ত্রী হরদ্বীপ সিং পুরী জানান, কেন্দ্র ঘরোয়া উড়ান চালু করার সব সিদ্ধান্ত নেবে না। এক্ষেত্রে রাজ্য সরকার ঠিক করবে সেখানে অসামরিক বিমান ওঠানামা করবে কিনা। তবে সোমবার থেকে ২৫ টি বিমানবন্দরে বিমান ওঠা নামা করবে বলে রবিবার সাফ জানিয়ে দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584