ওয়েবডেস্কঃ-
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের কালো ছায়া এবার দেখা যাচ্ছে অনলাইন ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে। খবরে প্রকাশ ভারতীয় অনলাইন ট্রেডিং কোম্পানি ফ্লিপকার্টকে কিনে নিল মার্কিন বৃহৎ পুঁজি গোষ্ঠী ওয়ালমার্ট। মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে ফ্লিপকার্টের ৭৭% স্টক ওয়ালমার্ট কিনেছে ষোল(১৬) বিলিয়ন (ফ্লিপকার্টের টোটাল বাজার মূল্য কুড়ি বিলিয়ন) মার্কিন ডলারে। অর্থাৎ, ১৬ বিলিয়ন মার্কিন ডলার বা ১৬০০০ কোটি টাকার বেশিতে ভারতীয় ই-কমার্স সংস্থা Flipkart-এর ৭৭% মালিকানা কিনে নিল Walmart।
সংস্থার অন্যতম কর্ণধার সচিন বানশাল ঘটনার প্রতিক্রিয়ায় ফ্লিপকার্ট থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
বৃহৎ কর্পোরেটদের এই প্রত্যক্ষ বিনিয়োগের(FDI) ফলে দেশের বিভিন্ন খুচরো ব্যবসায়ীদের সংগঠন আষাঢ়ে মেঘ দেখছেন।ব্যবসায়ীদের সংগঠন দা কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) দাবী করেছে ওয়ালমার্ট-ফ্লিপকার্টের এই চুক্তিতে সাধারণ, মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবেন।
ওয়ালমার্ট তার ব্যবসায়িক কৌশলে একধরনের ‘predatory pricing’ পদ্ধতি ব্যবহার করে যার উদ্দেশ্য হলো প্রাথমিকভাবে পণ্যের মূল্যকে অত্যাধিক কমিয়ে দেওয়া। প্রতিযোগিতায় অন্যান্য মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়িকরা পিছিয়ে পড়েন এবং শেষ হয়ে যায়। যখন এই ‘মূল্য নির্ধারণ’এর ফলে বাজারে অন্য কোনো প্রতিযোগী আর টিকে থাকে না, ওয়ালমার্ট তখন বাধ্য করে ক্রেতাদের কাছ থেকে পণ্যের জন্য অতিমাত্রায় মূল্য দিতে।
বলা বাহুল্য, সাম্প্রতিক অতীতে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে এই কৌশলে ওয়ালমার্ট ওখানকার বাজার থেকে মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের একরকম রাস্তায় এনে ফেলেছিল। ব্যাপক প্রতিবাদ হওয়াতে বর্তমানে সেইসব দেশে ওয়ালমার্ট তার অধিকাংশ বিপনী কেন্দ্র বন্ধ করতে বাধ্য হয়। CAIT আরো দাবি করেছে যে কেন্দ্র সরকারের উচিৎ একটি নিয়ন্ত্রক সংস্থা তৈরি করে এই ধরণের বৃহৎ পুঁজির কারবারীদের হাত থেকে দেশের অন্যান্য মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বাঁচানোর পথ তৈরী করা। এর সাথে তারা আরো বলেছেন যতদিন না নিয়ন্ত্রক সংস্থা তৈরী হচ্ছে ততদিন ওয়ালমার্ট-ফ্লিপকার্ট এর ব্যবসায়িক চুক্তিকে বিধিবদ্ধ না করা।
সরকারের তরফ থেকে জানানো হয়েছে তারা চেষ্টা করছেন আগামী 6 মাসের মধ্যেই একটি নিয়ন্ত্রক সংস্থা তৈরি করে ব্যবসার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করতে, যাতে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ না হন।
অনলাইন ব্যবসায়িক সংগঠন অনলাইন ভেন্ডার্স এসোসিয়েশন জানিয়েছে প্রায় ৩৫০০০ অনলাইন ব্যাবসায়িকরা এই চুক্তির ফলে ক্ষতিগ্রস্থ হতে চলেছে।
(ছবি-সংগৃহিত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584