নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
রবিবার রাত থেকে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বিভিন্ন এলাকা। জানা গিয়েছে যে বিধাননগরের মিলনপল্লী আমবাড়ি,রবীন্দ্র পল্লী ,পেটকি,খারলাইন এলাকা জলমগ্ন। কোথাও বেশি আবার কোথাও কম জল।
যার কারণে ব্যাপক সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। এর পাশাপাশি বেশ কিছু চা বাগান থেকে শুরু করে আনারস বাগান প্লাবিত হয়েছে । এই বিষয়ে আনারস চাষিরা জানিয়েছেন যে এমনিতেই করোনার কারণে লকডাউনের জন্য আনারসের দাম নেই।
তাঁরা টাকা ধার করে চাষ করেছেন। সেই টাকা কিভাবে দেবে আর কি করেই বা সংসার চালাবে ভেবেই কূল কিনারা পাচ্ছেন না তারা ।
আরও পড়ুনঃ মাস্ক পরা অভ্যাস করাতে সিউড়িতে পুলিশি অভিযান
তার উপর আবার টানা বৃষ্টিতে গোটা বাগান জলে ডুবে গেছে। এখন যে কি করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না । পরিস্থিতি খুব ই শোচনীয় ৷
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584