নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
গত তিনদিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকার বারচৌকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে । পরিহারপুর, বাগমারী,সাউন্ডখণ্ড, শ্রীরামপুর, বাল্যগোবিন্দ পুর, চন্দন খালি, মথুরা সহ ১১নং,১২নং,১৩নং,১৪নং,এই অঞ্চল গুলি জলমগ্ন হয়ে পড়েছে।
এলাকাবাসীরা জানান অতি বৃষ্টির ফলে ধান থেকে শুরু করে নানান ফসল নষ্ট হয়েগেছে । যার ফলে কার্যত চিন্তায় মাথায় বাজ পড়েছে এলাকার চাষিদের । জলনিকাশি ব্যবস্থা থাকলেও প্রতিবছর এমন সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার চাষি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকেই ৷
চাষিদের কথায় বছরে একবারই ধান চাষ হয়, তাও প্রতিবছরই প্রতিকূল অবস্থার সৃষ্টি হয় এই সময়ে । তিনদিনের প্রবল বর্ষণের ফলে মাথায় হাত চাষিদের, তাদের অভিযোগ জল বের করার একমাত্র পথ সারদাবাড়ে ক্যানেলের গেট বন্ধ ৷
আরও পড়ুনঃ মাতলায় ভুটভুটি ডুবে মৃত ১
গেট খোলার কোন প্রচেষ্টা নেই, যার ফলে জোয়ার ও বৃষ্টির জলের তলায় চাষের জমি ও ফসল । পটাশপুরের বারোচৌকায় প্রতিবছরই এমন পরিস্থিতি দেখা দেয়, তবু জলনিকাশি ক্যানেল থাকা সত্ত্বেও কোনো প্রকার গেট খোলার চেষ্টা করা হয় না ৷ আন্দোলন করলে তবেই এক দিক খোলা হয়, এমনই অভিযোগ শোনা গেল এক চাষির গলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584