অতিবৃষ্টির ফলে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা

0
56

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির প্রভাবে বন্যা হয়েছে। এক রাতের মধ্যে নদীর দুই কূল প্লাবিত হয়েছে। ক্ষয়ক্ষতি কমাতে সেখানে বিভিন্ন এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

বিভিন্ন বার্তা সংস্থা খবরে বলা হয়েছে, এদিকে পাইরেনিস পার্বত্য অঞ্চলে বরফ গলছে সম্প্রতি। বন্যা বাড়ার ক্ষেত্রে এর প্রভাব রয়েছে। সেখানকার পরিস্থিতি তুলে ধরে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল ডারমানিন বলেন, একজন আহত হয়েছেন। গুরুতর আহত কিংবা কেউ মারা যাননি। কয়েক ঘণ্টার মধ্যে ২৫০টি ফোনকল পেয়েছে সেখানকার অগ্নিনির্বাপণ বিভাগ। এদিকে ফ্রান্সের আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে বলেছে, পাইরেনিস পর্বতে ব্যাপক পরিমাণে তুষার ধস দেখা দিতে পারে।

South asia france flood
সৌজন্যেঃ এনডিটিভি

ফ্রান্স ও স্পেন বিভক্ত হয়েছে পাইরেনিস পর্বত দিয়ে। এই অঞ্চল প্লাবিত হয়েছে। স্পেনে ভূমিধস দেখা দিয়েছে, সেখানে দুই সপ্তাহ ভারী বৃষ্টি হয়েছে। ভূমিধসের কারণে গাড়িতে আটকে পরে মারা গেছেন এক নারী। ফ্রান্সের একুইতাইনে অঞ্চলের কর্মকর্তা এরিক স্পিটজে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আরও বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর কারণে বন্যা বাড়তে পারে।

ফ্রান্সের উপকূলীয় বেওন্নে শহরের নাইভে নদীর তীরবর্তী এলাকায় মানুষ জড়ো হয়েছিল ছবি তোলার জন্য। এরপর সেখানে মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হয়। বৈরী আবহাওয়ার কারণে গত শুক্রবার রাতের রাগবি টুর্নামেন্টের ম্যাচ বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ করোনার দাপটে বন্ধ থাকা দক্ষিণ এশিয়ার সমস্ত স্কুল পুরোপুরি খুলে দেওয়ার আহ্বান ইউনিসেফের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here