বাড়ছে টাঙ্গনের জল, বাঁধ ভেঙে প্লাবিত বংশীহারী ব্লকের বিস্তীর্ণ এলাকা

0
77

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর

আত্রেয়ী নদী বা পুনর্ভবা নদীর জল কিছুটা কমলেও এখনও বাড়ছে টাঙ্গন নদীর জল। এদিকে জলের তোড়ে মালদা জেলার গাজলের কদুবাড়ি এলাকায় ভেঙেছে বাঁধ।

water | newsfront.co
প্লাবিত এলাকা ৷ নিজস্ব চিত্র
mans | newsfront.co
নিজস্ব চিত্র

যার জেরে নতুন করে প্লাবিত হয়েছে বংশীহারী ব্লকের জয়দেবপুর, দেউড়িয়া,বাজেহিরিপুর, হেয়ালদহ, টেপ্রিদহ, বিশ্বনাথডোবা-সহ একাধিক এলাকা। বংশীহারী ব্লকের টাঙ্গন নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে একাধিক গ্রামে রাস্তার ওপর দিয়ে বইছে জল।

hut | newsfront.co
নিজস্ব চিত্র

ইতিমধ্যেই জল প্রবেশ করে ক্ষতিগ্রস্ত হয়ছে বহু বাড়ি-ঘর।পাশাপাশি বংশীহারী মির্জাতপুর এলাকাতেও নতুন করে জল বেড়েছে। বাড়ি ছেড়ে প্রায় শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন টাঙ্গন ব্রিজের পার্শ্ববর্তী পাকা রাস্তার উপর।

woman | newsfront.co
দুর্দশা গ্রস্ত গ্রামবাসী ৷ নিজস্ব চিত্র

মির্জাতপুর এলাকার রাস্তায় এসে ওঠা বাসিন্দাদের অভিযোগ, কেউ কেউ সরকারি ত্রিপল পেলেও সেভাবে সাহায্য জোটেনি এখনও অবধি । এদিকে ছোট ছোট বাচ্চা নিয়ে অত্যন্ত কষ্টে সাপ-খোপ, পোকা- মাকড়ের ভয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় বসবাস করতে হচ্ছে তাদের।

flood | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কাকদ্বীপে দোকানে লরির ধাক্কা, আহত ২

বংশীহারী জয়দেবপুর গ্রামে নতুন করে জল প্রবেশ করেছে একাধিক বাড়িতে, চলাচলের রাস্তার উপর দিয়ে বইছে জলের স্রোত , যার জেরে গ্রামের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম ।

শুকনো জায়গার অভাবে রাস্তার উপর অবশিষ্ট স্থলভাগে আশ্রয় হয়েছে এলাকার গবাদিপশুরও ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here