নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বৃষ্টির জলে রায়গঞ্জ শহরের কয়েকটি ওয়ার্ড প্লাবিত হয়েছে। রায়গঞ্জ পুরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কিছুটা অংশে শহরের অন্য এলাকার জল ঢুকে পড়ে প্লাবিত করেছে।
পাশাপাশি কুলিক নদীবাঁধের স্লুইস গেট লিক করে নদীর জল ঢুকে পড়েছে শক্তিনগর, মিলনপাড়া এলাকায়। ফলে নদী বাঁধ সংলগ্ন এলাকাও প্লাবিত হয়েছে। নদীর জলে ডুবে গিয়েছে ঘরবাড়ি। পলিথিন টাঙিয়ে কুলিক নদীবাঁধের উপর আশ্রয় নিয়েছেন কয়েকশো পরিবার।
আরও পড়ুনঃ ট্রান্সজেন্ডারদের পাশে চিত্র পরিচালক
অবিলম্বে শক্তিনগর এলাকার কুলিক নদীবাঁধের ভাঙা স্লুইস গেট মেরামত না হলে আরও বেশি বৃষ্টি হলে গোটা রায়গঞ্জ শহরে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
যদিও রায়গঞ্জ পুরসভা সূত্রের খবর, ইতিমধ্যেই সেচ দফতর স্লুইস গেট মেরামতের টেন্ডার করে দিয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। পুরসভার পক্ষ থেকে দুর্গত জন্য পানীয় জল ও ১৫০ টি পলিথিন দেওয়া হয়েছে এদিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584