নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ডিভিসির জল ছাড়াতেই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে, ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টির ফলে জল ছাড়া হয়েছে। তাতে এ রাজ্যের দক্ষিণবঙ্গের ৫ জেলায় বন্যার সম্ভাবনা তৈরি হয়েছে। জেলাগুলির মধ্যে রয়েছে – হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া।
রাজ্যের মুখ্যসচিব ওই পাঁচ জেলার ডিএমকে সতর্ক থাকতে বলেছেন। হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান এই তিন জেলার জন্য ৩ কলাম সেনা চেয়ে কেন্দ্রকে চিঠি দেওয়ার পাশাপাশি রাজ্য সরকার বীরভূম ও বাঁকুড়ার জন্য তৈরি থাকতে বলেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এসডিআরএফকে।
ইতিমধ্যেই ২ লক্ষ ৪৮ হাজার কিউসেক জল ছাড়ার ফলে অজয়ের তোড়ে ভেসে গিয়েছে পশ্চিম বর্ধমানের সাথে বীরভূমের ইলামবাজারের সংযোগকারী নির্মীয়মান সেতুর বিশাল অংশ।
আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসায় কাঁকুড়গাছির অভিজিৎ সরকার হত্যা মামলায় ২০ জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআই-এর
বীরভূমের জেলাশাসক বিধান রায় জানান, ঝাড়খণ্ডের শিকাটা ব্যারেজ থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার ফলেই ঘটেছে এই বিপত্তি। অন্যদিকে টানা বৃষ্টিতে বিভিন্ন নদীর জল বাড়ার জেরে জলবন্দি হয়ে পড়েছে পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকা। আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584