বদরুল আলম, হুগলী:
হুগলী জেলার বিভিন্ন ব্লকের বন্যা পরিস্থিতির সামগ্রিক উন্নতিতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে দুর্গতরা । বন্যার জল ক্রমশ নামতে শুরু করেছে বন্যা কবলিত এলাকাগুলি থেকে । জল নামার সঙ্গে সঙ্গে কংকালসার চেহারা উঠে আসছে । ভেঙ্গে পড়েছে একাধিক ঘরবাড়ি । রাস্তা ভেঙ্গে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্নপ্রায় ।
অন্যদিকে , প্রতিদিনই নতুন নতুন মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে আরামবাগ মহকুমার । এখন পর্যন্ত তিনজনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে । মৃতরা হলো , নিমাই সামুই (৪২), শুভ চৌধুরি (১২) ও কার্তিক সাতিক । এদের মধ্যে দুজন বন্যার জলে তলিয়ে ও আর একজন বিষধর সাপের ছোবলে মৃত্যু হয়েছে ।
আরামবাগ মহকুমাতে জোরকদমে চলছে ত্রাণ বিলির কাজ । বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও ত্রাণ বিতরণ করতে শুরু করেছে ।
জন প্রতিনিধিরাও দুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ কাজের তদারকি ও ত্রাণ বিলিতে সাহায্য করছে । যা পরিস্থিতি তাতে করে জনজীবন স্বভাবিক হতে এখনও বেশ কিছু দিন সময় লাগবে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584