নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফালাকাটাঃ
গত রাতের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ফালাকাটা ব্লক জুড়ে।ব্লকের একাধিক জায়গায় নদীর জল ঢুকে পড়ায় নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়েছে।ফালাকাটা ব্লকের বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে জল ঢুকে পড়ছে।প্রতিবেশী দেশ ভুটানের পাহাড়ে মাত্রারিক্ত বৃষ্টি হবার দরুন গোটা আলিপুরদুয়ার জেলায় বন্যার কবলে পড়েছে।
মাদারিহাটঃ
হলং নদীর জলে জলমগ্ন হলংবস্তি।ক্রমাগত বৃষ্টির ফলে মাদারিহাট এলাকার হলং নদী ফুলে ফেঁপে উঠেছে এবং নদীর জল হলং বস্তির বাসিন্দাদের ঘরে ঢুকতে শুরু করছে পুরো গ্ৰাম জলমগ্ন।
গ্ৰাম ছেড়ে বাসিন্দারা ৩১ নং জাতীয় সড়কে চলে এসে এবং ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে সকাল আটটা থেকে প্রায় তিন ঘণ্টা অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠিয়ে নেয় বাসিন্দারা।প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের নিরাপদ স্থলে নিয়ে যাওয়া হয়েছে।
কালচিনিঃ
জলমগ্ন কালচিনি ব্লকের বিভিন্ন এলাকা।এলাকায় লাগাতার বৃষ্টি ও ভুটান পাহাড়ে বৃষ্টির ফলে কালচিনি ব্লকের বিভিন্ন এলাকা জলমগ্ন দলসিংপাড়া চা বাগানের প্রায় সব শ্রমিক মহল্লা জলমগ্ন।
আরও পড়ুনঃ ফুঁসছে বুড়ি তোর্সা,বিচ্ছিন্ন যোগাযোগ,বন্যার ভ্রূকুটি আলিপুরদুয়ারে
মালঙ্গী,ভার্ণাবাড়ি চা বাগান জলমগ্ন,হ্যামিলণ্টণগঞ্জের ডিপুপাড়া,সুভাষপল্লী সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হাসিমারাতে প্রধান সড়কের উপর দিয়ে জল যাচ্ছে।বহু মানুষের ঘরে জল ঢুকে পড়েছে।এলাকায় গতকাল রাত থেকে বজ্রপাত সহ বৃষ্টি হয়ে যাচ্ছ থামার নাম নেই সমস্যায় সধারণ জণগণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584