নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

কয়েক ঘণ্টার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হল ডুয়ার্সে। বৃষ্টির জেরে কালচিনির দলসিংপাড়া ডীগবিরলাইন , স্টেশনলাইন, চার্চ লাইন সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।পাশাপাশি ভূটানগামী এশিয়ান হাইওয়ে উপর দিয়ে জল যাচ্ছে।জলমগ্ন হয়ে পড়েছে এলাকার প্রায় কয়েকশো পরিবার।


সোমবার রাত থেকে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্সের বেশকিছু এলাকা।জল ঢুকেছে আলিপুরদুয়ারের পুরোনো হাসিমারায়। হাসিমারা বাসস্ট্যান্ডে হাঁটু সমান জল দাঁড়িয়ে।রাত থেকে,সকাল পর্যন্ত ভারী বৃষ্টি প্রবল জলোচ্ছ্বাস দেখা দিয়েছে ব্লকের সবকটি নদীতে।


প্রবল বৃষ্টিতে ব্লকের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বসতবাড়িও জল ঢুকে যাওয়ার খবর ও পাওয়া গিয়েছে।এদিকে জলমগ্ন কুমার গ্রাম ব্লকের তুরতুরি গ্রাম পঞ্চায়েতের নয় বস্তি, মহাবীর লাইন,তিন নং কলোনি সহ বিভিন্ন এলাকা। সকাল থেকে বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে।

আরও পড়ুনঃ নিখোঁজ পড়ুয়ার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার,প্রাথমিক অনুমান চিতার আক্রমণ

এদিকে আলিপুরদুয়ারের ডিমা,চেকো,নোনাই সহ বিভিন্ন নদীর জল উল্টোদিকে বইছে। তাজ্জব মানুষেরা।উলটো দিকে যাচ্ছে নদীর জল আতঙ্কিত এলাকাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584