পুষ্প প্রদর্শনী ঘিরে রঙিন ফালাকাটা

0
93

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

রাজ্য বনদপ্তরের উদ্যান কানন (উত্তর) শাখার উদ্যোগে ও ফালাকাটা পঞ্চায়েত সমিতির ব্যাবস্থাপনায় মঙ্গলবার ফালাকাটা পার্কে শুরু হয়েছে অষ্টমবর্ষীয় পুষ্প প্রদর্শনী।

flower exhibition | newsfront.co
পুষ্প প্রদর্শনী। নিজস্ব চিত্র

প্রদর্শনীর উদ্বোধন করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের উদ্যান ও কানন শাখার বিভাগীয় বনকর্তারা। ডালিয়া, গাঁদা ও চন্দ্রমল্লিকার বাহারি রঙে যে চাঁদের হাট বসেছে ফালাকাটা উদ্যান চত্বরে। প্রায় একশো জন প্রতিযোগী তাঁদের বাহারি ফুলের পশরা নিয়ে হাজির হয়েছেন ওই ফুল মেলায়।

flower exhibition in falakata | newsfront.co
উদ্বোধন। নিজস্ব চিত্র
flower exhibition in falakata | newsfront.co
অতিথি বরণ। নিজস্ব চিত্র
flower exhibition | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ফেব্রুয়ারির শেষে ভারতে আসছেন ট্রাম্প, জানাচ্ছে বিশ্বস্ত সূত্র

বনদপ্তরের উদ্যোগে সেরা বিভাগে পুরস্কারের ব্যবস্থাও করা হয়েছে।ওই পুষ্প প্রদর্শনীকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে। স্থানীয় সরকারী ও বেসরকারি স্কুল গুলির ছাত্রছাত্রীরা এদিনের শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here