নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
আজ ৭ ফেব্রুয়ারি, গোলাপ দিবস। শুরু হল ভ্যালেন্টাইন্স উইক। গোলাপ দিবসের মধ্যে দিয়েই শুরু হয় এই সপ্তাহের। আজকের দিনে সকলেই গোলাপ দিয়ে নিজের প্রিয় মানুষদের ভালোবাসা, বন্ধুত্ব অটুট রাখার কথা জানায়। তাই সকাল থেকেই ভিড় দেখা যায় ফুলের দোকান গুলোতে।
এদিন সকাল থেকে আলিপুরদুয়ার জেলার ফালাকাটার ফুলের দোকান গুলিতেও ভিড় দেখা যায় । এদিন সকাল থেকে গোলাপ ফুল বিক্রি হচ্ছে ফালাকাটা ব্লকের বিভিন্ন ফুলের দোকান গুলিতে। জানা গিয়েছে, সাত সকালে প্রিয় বন্ধুকে গোলাপ ফুল উপহার দেওয়ার জন্য শনিবারই অনেকে তা কিনে রেখছে।
ব্যবসায়ীরা জানান, প্রতি বছর নতুন বছরের শুরু থেকেই গোলাপের চাহিদা ব্যাপক বেড়ে যায়। কিন্তু এবছর চাহিদা তুলনামূলক ভাবে অনেক কম। এদিকে পুজোয় যেমন ফুল আর ফলের চাহিদা বাড়ে লাভ উইকের প্রথম দিনে গোলাপের চাহিদা তেমন ভাবে বাড়েনি। তবে এইদিনে প্রতিটি গোলাপের দাম ছুঁয়েছে ১০-১৫ টাকায়।
এদিন ফালাকাটার জটেশ্বরের ফুল ব্যবসায়ী রোহিত বর্ধন বলেন, “সারাবছরই ফুলের চাহিদা রয়েছে। বিশেষ করে বিয়ে মরশুমেও সেই চাহিদা সব থেকে বেশি থাকে। তবে সম্প্রতি করোনা ভাইরাসের আক্রমণের ফলে গোটা দেশজুড়ে পরিবহণ ব্যবস্থা বন্ধ ছিল।
আরও পড়ুনঃ ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উপলক্ষে প্রদর্শনী
লকডাউন চলায় একদিকে ফুলের দোকান বন্ধ ছিল ফলে ব্যবসা কিছু হয়নি। ফলে প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। তবে আজ রোজ ডে র জন্য তুলনা মূলক ভাবে গোলাপ ফুল একটু বেশি বিক্রি হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584