শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
সামনেই আসতে চলেছে লোকসভা নির্বাচন।লোকসভা ভোটকে কেন্দ্র করে সারা দেশের মত এই লড়াইয়ে তৈরি দক্ষিণ দিনাজপুর জেলাও।দক্ষিণ দিনাজপুর জেলায় একটি মাত্র বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট হবে আগামী তেইশে এপ্রিল তারিখে।তবে এবার শুধু ভোট কেন্দ্রে নয় টিভি,পেপার,সোশ্যাল মিডিয়াতে সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ভোটের প্রচার বিষয় নজরে রাখবে নির্বাচন কমিশন।
তাই গনতন্ত্রের বৃহওম উৎসবের দিন ঘোষনার পর পরই দক্ষিণ দিনাজপুরে বিভিন্ন মিডিয়ায় ভোটের প্রচারে বিষয়ে নজর রাখার জন্য জেলা রিটার্নিং অফিসার তথা জেলা শাসকের এর তৎপরতায় জেলা মিডিয়া সেল তৈরি হয়েছে।জেলা শাসকের ভবন চত্বরে অবস্থিত পুরোনো কনফারেন্স হলে খোলা হয়েছে এই মিডিয়া সেল।
ছয়টি এলিডি টিভিতে নিয়মিত বিভিন্ন খবরের চ্যানেলর খবর এবং সব কয়টি দৈনিক পত্রিকায় জেলার সংবাদের ওপর নিয়মিত নজর রাখছেন মিডিয়া সেলের কর্মীরা।নিয়ম করে প্রতিনিয়ত চলছে এই নজরদারির কাজ।
আরও পড়ুনঃ জোট প্রসঙ্গে মেজাজ হারিয়ে ‘মিডিয়ার উত্তর দেবো না’ বললেন বিমান
ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে যে সমস্ত সংবাদ প্রকাশিত হচ্ছে কোথাও কোন অসংগতি থাকলে আলাদা আলাদা করে সেগুলিকে সংগ্রহ করবেন দায়িত্ব প্রাপ্ত কর্মীরা।এর পরে সেগুলিকে জেলা শাসক তথা জেলা নির্বাচনি আধিকারিকের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
এবিষয়ে মিডিয়া সেলের অফিসার ইনচার্জ তথা জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক শান্তনু চক্রবর্তী জানান,মিডিয়ায় ভোটের প্রচারে বিষয়ে নজর রাখার জন্য জেলা মিডিয়া সেল তৈরি করা হয়েছে।যার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে সম্প্রসারিত ও প্রকাশিত খবরে নজর রাখা হচ্ছে।
জেলার ওপর নির্ভর করে প্রকাশিত বিভিন্ন খবর লিপিবদ্ধ করে জেলাশাসকের কাছে পাঠানো হচ্ছে নিয়ম করে।যদিও এখন পর্যন্ত জেলার কোন সংবাদে অসঙ্গতি চোখে পরেনি বলেও জানন শান্তনু বাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584