সরকারি প্রকল্পের প্রচারে লোকসঙ্গীত শিল্পীরা

0
67

শ্যামল রায়,বর্ধমানঃ

বুধবার মন্তেশ্বর থানার কুসুমগ্রাম বাসস্ট্যান্ড প্রতীক্ষালয়ে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে লোক শিল্পীরা সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার শুরু করল। শিল্পী রফিকুল ইসলাম ও নাদু রেজ জানালেন যে সরকার স্বীকৃত শিল্পী হিসেবে আমাদের উপর দায়িত্ব দিয়েছে সরকারের বিভিন্ন প্রকল্পের কথা গানের মধ্য দিয়ে জনসাধারণের কাছে প্রচার করা। বুধবার থেকে এই প্রচার আমরা শুরু করে দিলাম। মন্তেশ্বর ব্লকের জনবহুল এলাকায় প্রতিদিন এই ধরনের প্রচার হবে।

নিজস্ব চিত্র

সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি শৌচাগার ব্যবহার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সরকারের উন্নয়নমুখী কাজের সাথে নিজেদেরকে শামিল করানো প্রভৃতি বিষয়ে গানের মধ্য দিয়ে তুলে ধরছেন লোক সংগীত শিল্পীরা। জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আধিকারিক কৌশিক চক্রবর্তী জানিয়েছেন যে সরকারের উন্নয়নমুখী কাজ পাশাপাশি সরকারের বিভিন্ন প্রকল্পের কথা জনস্বার্থে প্রচার করার জন্যই লোক সঙ্গীত শিল্পীরা এই কাজে নেমেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here