তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
বিশ্বাস করুন বা না করুন কিন্তু ঘটনা একশো ভাগ সত্য।ভাবতে পারেন বর্তমানের বাজারে মাত্র ৫টাকায় ভাত,ডাল,সবজি ও ডিমের ঝোল?হ্যাঁ কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব ইন্টার ন্যাশনাল লায়ন্স ক্লাবের সহযোগিতায় এই অভিনব উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন স্থানের মত কালিয়াগঞ্জ শহরেও এই কর্মকান্ড শুরু করে দিয়েছে।বুধবার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার লায়ন্স ক্লাবের পাঁচ টাকার খাবারের উদ্বোধন করেন।দীপা দেবী বলেন এই ভাবেই যেন প্রতিদিন দরিদ্র মানুষেরা পেট ভরে খেতে পারে।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের সভাপতি সুদীপ ভট্টাচার্য্য এক সাক্ষাৎকারে জানান তাদের কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব ইন্টার ন্যাশনাল লায়ন্স ক্লাবের সহযোগিতায় সমাজ সেবার এক অভিনব উদ্যোগের ব্যবস্থা নিয়েছে।বর্তমানে সপ্তাহে একদিন করে তারা জনসাধারণের জন্য নাম মাত্র ৫ টাকায় পাত পেরে খাবার আয়োজন করবে।
আরও পড়ুনঃ চন্দ্রপুর কলেজে অন্নকূটের আয়োজন
বুধবার কালিয়াগঞ্জ শহরের বিডিও ও তিস্তা অফিসের পাশে এই নাম মাত্র মূল্যে খাবারের ব্যবস্থা করেন।বুধবার ৩৫০ জনের মত সমস্ত শ্রেণীর মানুষদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।সুদীপ বাবু বলেন আগামী মঙ্গলবার তারা লায়ন্স ক্লাবের ব্যবস্থাপনায় কালিয়াগঞ্জ পৌর সভার পার্শ্ববর্তী স্থানে আবার নাম মাত্র মূল্যে আহারের ব্যবস্থা করবেন বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584