বর্ধিত গ্রাহক সংখ্যা, রেশনে কেরোসিনের বরাদ্দ কমালো খাদ্য দফতর

0
74

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

kerosence | newsfront.co
প্রতীকী চিত্র

শুক্রবারই হাইকোর্টে হলফনামা দিয়ে রাজ্যের মানুষ পর্যাপ্ত পরিমাণে বিনামূল্যে রেশন পাচ্ছেন বলে দাবি করেছিল রাজ্য। কিন্তু শনিবারই জানা গিয়েছে, রেশনে কমিয়ে দেওয়া হল কেরোসিনের মাথা পিছু বরাদ্দ। এতদিন মাথাপিছু ৬০০ এমএল করে তেল পেতেন গ্রাহকরা। তা কমে ৫০০ এমএল হতে চলেছে। অর্থাৎ এক ধাক্কায় কমল ১০০ এমএল বরাদ্দ।

আরও পড়ুনঃ বিজেপি ছেড়ে তৃণমূলে ৪০০ জন আদিবাসী

নবান্নের তরফে জানানো হয়েছে, গ্রাহকের সংখ্যা বেড়ে যাওয়ায় বরাদ্দ কমাতে হয়েছে। আগে রাজ্যে প্রায় ৭.৭৮ কোটি মানুষ ৬০০ মিলিলিটার করে তেল পেতেন। বর্তমানে তা বেড়ে হয়েছে ৮ কোটি। ফলে বরাদ্দ কমাতে হয়েছে। তবে যে ১১টি জেলায় বিশেষ রেশন কার্ডে গ্রাহকরা ১ লিটার করে কেরোসিন পান তাদের বরাদ্দে কাটছাঁট হবে না।

ওদিকে ডিলারদের দাবি, কেরোসিনের ঘাটতি হওয়ার কোনও প্রশ্ন নেই। সমস্ত গ্রাহককে দেওয়ার পরেও মাসে ৫৮ হাজার লিটারের বেশি কেরোসিন বাড়তি থাকবে রাজ্যে।

তাদের আরও দাবি, কার্ড ভেদে তেল বরাদ্দের পরিমাণে হেরফের না করে সবাইকে একই পরিমাণ কেরোসিন দেওয়া হোক। ডিলারদের দাবি মতো এত অতিরিক্ত তেল বেঁচে গেলেও কেন তা গ্রাহকদের না দিয়ে উলটে গ্রাহকদের বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে, তা নিয়ে কোনও স্পষ্ট জবাব খাদ্য দফতর সূত্রে পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here