শুরু হচ্ছে ‘থিজম’-এর খাদ্যমেলা ‘চেটে পুটে’

0
251

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

বাঙালি খাদ্যরসিক। এ তার বরাবরের তকমা। মাছে ভাতে বাঙালি এখন নানা স্বাদের রসাস্বাদনে পৃথিবীর যে কোনও পদ চেখে দেখতে রাজি। আর এক মাঠেই যদি নানা দেশের হরেক পদ এসে হাজির হয় তা হলে তো আর কথাই নেই! শুরু হতে চলেছে ‘থিজম’-এর খাদ্যমেলা ‘চেটে পুটে’।

chata puta | newsfront.co

এই বছর পাঁচ বছর পূর্ণ হবে ‘থিজম ইভেন্টস’ ও মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত মুখরোচক খাদ্যমেলা ‘চেটে পুটে’-র। মূল উদ্যোক্তারা হলেন মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির সজল ঘোষ এবং থিজম ইভেন্টস এর পার্থপ্রতীম সাহা।সন্তোষ মিত্র স্কোয়ারে এই মেলা চলবে আগামী ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি।সময় বেলা ১২ টা থেকে রাত ১০টা।

chata puta | newsfront.co

এই মেলার উদ্বোধন করবেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী পণ্ডিত মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ ঘোষ প্রমুখ।

আরও পড়ুনঃ ভালোবাসার মরশুমে আসছে ‘প্রেম টেম’, হাজির ট্রেলার

পেট পুরে খাওয়ার রসদের পাশাপাশি থাকছে নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান।থাকবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে এক বিশেষ অনুষ্ঠান।

সজল ঘোষ জানান, “এই মহামারীর কারণে সব ব্যবসাই ক্ষতির মুখে পড়েছে। এখন আমরা সবাই একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছি। আশা করছি প্রতি বছরের মতোই এবারেও ভালো রেসপন্স পাবো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here