নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
করোনার মধ্যেও আইএফএ’র ফুটবলপ্রেমী দিবস কিন্তু বেশ সফল ভাবে পালন হল। ১৬ই আগষ্ট, ৪০তম ফুটবলপ্রেমী দিবসের রক্তদান শিবিরে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ২২৮ জন রক্তদাতা রক্তদান করেন।
এছাড়া বিভিন্ন জেলার ১৪ টি জায়গায় আরও ৬৬৮ জন রক্তদান করেন। অর্থাৎ মোট ৮৯৬ জন মানুষ এবছর রক্তদান করলেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার, মোহনবাগান অর্থ সচিব দেবাশিস দত্ত।
আইএফএ’র উদ্যোগকে প্রশংসা করলেন ক্রীড়া মন্ত্রী। আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, বাংলার ফুটবলপ্রেমী মানুষের কাছে এটা খুব কষ্টের দিন আমরা নিজেদের চেষ্টা দিয়ে পালন করার সম্মান জানানোর চেষ্টা করি।
আরও পড়ুনঃ আইএসএল ভেন্যু হিসেবে গোয়াকেই সিলমোহর দিল এফএসডিএল
করোনার জন্য ছোটো করে করলাম। তবুও সবাইকে ধন্যবাদ। অন্যদিকে বাংলার কোচ রঞ্জন ভট্টাচাৰ্যও বর্তমানে কর্পোরেট ঘরানার আইএফএ’র প্রশংসা করেন। প্রবল বৃষ্টির জন্য শিলিগুড়ির ক্যাম্প বন্ধ হয় তাঁদের মোট রক্ত দাতা দশ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584