নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক আখরুজমান সহ অঞ্চল সভাপতিদের নেতৃত্বে অঞ্চলভিত্তিক ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয় আজ।এদিন বিধায়ক বলেন যে, “সম্প্রীতির বার্তা নিয়ে আজকের ফুটবল টুর্নামেন্ট।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বঙ্গ ধ্বনী চলছে তারই মধ্যে সাধারণ মানুষের সাথে যোগাযোগ বা সুসম্পর্ক গড়ে তোলার একটি মাধ্যম।”এদিন তিনি আরো বলেন যে আমি শুভেন্দু অধিকারির হাত ধরে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে এসেছিলাম।
আরও পড়ুনঃ ‘ক্ষমতা থাকলে জাতীয় সঙ্গীত বদলে দেখাক’, কোচবিহার থেকে বিজেপিকে হুঁশিয়ারি মমতা’র
কিন্তু সেটা শুভেন্দু কে দেখে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ও তার উন্নয়ন দেখে। আর শুভেন্দু দল থেকে চলে গেলে তার কোনো প্রভাব মুর্শিদাবাদ জেলায় পড়বে না বলে বিধায়ক মনে করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে দল করি তার কথা মত চলবো।
এদিন খেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন তৃণমূলের সকল স্তরের নেতা কর্মী গণ।ফুটবল খেলা দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584