ওয়েবডেস্কঃ-
কেরালায় বৃষ্টি থামলেও পরিস্থিতি এখনো উন্নতি হয়নি। মৃতের সংখ্যা ৪০০ এর আশেপাশে। তবে কেরালার বন্যাদুর্গতদের সঙ্গে সমব্যাথী এখন সারা বিশ্ব। খেলাধূলার জগতও পিছিয়ে নেই। ক্রিকেটারদের একটা বিশাল অংশ পাশে দাঁড়িয়েছেন।এবার কেরালার বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালো ফুটবল বিশ্বও, বিশেষ করে বিখ্যাত ক্লাব গুলো।
মেসিদের ক্লাব বার্সেলোনা কেরালার বিপর্যস্ত পরিবারগুলোর জন্য সহমর্মিতা জানিয়ে কেরালার অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকারও করেছে।
ইংলিশ প্রিমিয়র লিগের ক্লাব লিভারপুল তাদের অফিসিয়াল সাইটে কেরালার জন্য সহানুভূতি জানিয়েছে। তারা তাদের সমর্থকদের কাছে আবেদন করেছে, যে যেমনভাবে যতটা পারবেন যেন কেরালার মানুষকে সাহায্য করেন।
ইতালির প্রথম সারির ক্লাব এএস রোমা কেরালার অসহায় মানুষের সহযোগিতায় নিজেদের প্রথম একাদশের ফুটবলারদের পাঁচ ম্যাচে পরা জার্সি নিলামে তোলার কথা ঘোষণা করেছে। সেখানে থেকে যে অর্থ উঠবে তা কেরালার মানুষদের সাহায্যে পাঠাবে ইতালির অন্যতম সেরা ক্লাব রোমা।
ক্লাবের পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে লেখা হয়েছে, ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলার পর তারা একটি নিলাম আয়োজন করবে। সেখানে ফুটবলারদের ম্যাচের জার্সি নিলামে তোলা হবে। যা অর্থ আসবে সেটা কেরালাকে সাহায্যের জন্য পাঠানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584