নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
ফের নক্ষত্র পতন! ঢেউয়ের মতো আছড়ে পড়ছে দুঃসংবাদ। চলচ্চিত্র জগতের দুই প্রতিভাবান অভিনেতার প্রয়ানের ধাক্কা সামলাতে না সামলাতেই ধেয়ে এলো ক্রীড়া জগতের কিংবদন্তি ফুটবলারের মৃত্যু সংবাদ।
#ChuniGoswami And now yet another blow !Just got a call from his son that the legndary Chuni Goswami has passed away just now following a cardiac arrest !Cruelest april
— Gautam Bhattacharya (@gbsaltlake) April 30, 2020
বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১৯৬২ সালের এশিয়াডে সোনাজয়ী ভারতীয় ফুটবল দলের অন্যতম নক্ষত্র চুনী গোস্বামী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ভারতীয় ফুটবলের এই কিংবদন্তি খেলোয়াড়।
১৯৫৪-৬৮ সাল পর্যন্ত খেলেছিলেন মোহনবাগানে। ১৯৫৬ সালে আন্তর্জাতিক ফুটবলে তাঁর অভিষেক। দেশের হয়ে করেছেন ১১টি গোল। ভারতীয় কোচের দায়িত্বও সামলেছেন তিনি। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও ছিলেন সমান পারদর্শী। রঞ্জিতে বাংলার হয়ে খেলেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ফুটবল মহলে।
তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে বলেন, ” ভারতের অন্যতম সেরা ফুটবলার ও বহুমুখী প্রতিভার অধিকারী চুনী গোস্বামী দেশের এবং বাংলার জন্য বহু সম্মান এনে দিয়েছেন। তাঁর মৃত্যুতে ক্রীড়া, বিশেষত ফুটবলের জগতে বিপুল শূন্যতার সৃষ্টি হল।
আমি চুনী গোস্বামীর পরিবার- পরিজন, ফুটবলপ্রেমী ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584