উন্নয়নের থাবায় তালগাছহীন হলো কালিয়াগঞ্জের তালতলা

0
76

নিজস্ব সংবাদদাতা, কালিয়াগঞ্জঃ

বহু ঐতিহ্যের সাক্ষী কালিয়াগঞ্জের তালতলার তালগাছ আজ বিলীন হয়ে গেল উন্নয়ন এক্সপ্রেসের ধাক্কায় ।কারণ যে তালগাছের নাম অনুসারে তালতলা হয়েছিল আজ সেই তালগাছগুলি কেটে ফেলা হয় উন্নয়নের স্বার্থে ।বহু বছর আগে এই তাল গাছে বহু রথী মহারথীদের একটা সময় আনাগোনা হতো,কিন্তু গতকাল যে তাল গাছের নাম অনুসারে তালতলা হয়েছিল একটা সময় আজ সেই তালগাছ গুলিকে চিরতরে কেটে ফেলা হলো ।তাই আজ তালতলা নেই আছে শুধু এক রাশ স্মৃতি ,আর আছে সেই তালগাছের তলা।এদিকে কালিয়াগঞ্জের তালতলায় পরপর তিনটি গাছ কেটে ফেলায় কালিয়াগঞ্জের মানুষেরা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছে।কেউ বলছে এগুলো কি বাঁচিয়ে উন্নয়ন করা যেত না?আবার কেউ বলছে উন্নয়ন হলে কিছুটা স্বার্থ ত্যাগ করতে হবে মানুষকে আবার অনেকে বলছে কালিয়াগঞ্জের তৃণমূল পরিচালিত পুরবোর্ডে তালগাছ কেটে তালতলার স্মৃতি চিরতরে বিলীন করে একটি নয়া দৃষ্টান্ত দেখলো যা এর আগে কেউ দেখতে পারেনি।

পড়ে আছে তালতলার তালগাছ।নিজস্ব চিত্র

গতকাল যখন সেই তালগাছগুলো কাটছিল তখন দেখা যাচ্ছিল কিছু কিছু মানুষ কে শেষ বারের মতো উঁকি মারতে। ঐ সময়ে অনেকে বলছিলেন পশ্চিম বাদ দিয়ে যখন রাজ্যের নাম বাংলা হলো তখন কি কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী তালতলা মোড়ের নাম তাল বাদ দিয়ে শুধু তলা নাকি তলাকে রেখে অন্য কোন শব্দ চয়নে যুক্ত হয়ে নতুন নামকরনে বিখ্যাত হয়ে উঠবে ?  আর যাই হোক না কেন কালিয়াগঞ্জের তালতলা যে আর আজ থেকে থাকল না সেটা নিয়ে কোন সন্দেহ নেই।এখন দেখার বিষয় কালিয়াগঞ্জের পুরবোর্ড এরকম আর কত স্মৃতি বিজড়িত জিনিস ভেঙে দিয়ে কালিয়াগঞ্জের উন্নয়ন দ্রুত সম্পন্ন করতে পারে সেটা সময় বলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here