মুখে মাস্ক না থাকার অভিযোগে ৯ হাজারের বেশি মামলা দায়ের পুলিশের

0
83

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

আনলক পর্ব শুরু হতেই এক অদ্ভুত প্রবণতা চোখে পড়ছে পুলিশের। মাস্ক না পরে বাড়ির বাইরে পা রাখার সাহস দেখাচ্ছেন এক শ্রেনীর মানুষ। ঠিক যেন সমস্ত কিছু নিয়ন্ত্রণে চলে এসেছে। আর তাদের শায়েস্তা করতে তৈরি আছে পুলিশও।

Mask up Kolkata | newsfront.co
ছবিঃ কলকাতা পুলিশ টুইটার

লালবাজার সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র কলকাতা শহরে জুন মাসে এখনও পর্যন্ত ৯২৭৫ মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মুখে মাস্ক না পরে বাড়ির বাইরে পা রাখার কারণে। এমনকি গুনতে হচ্ছে মোটা জরিমানাও।

সেই সঙ্গে রাস্তায় যেখানে সেখানে থুথু ফেলার অভিযোগে ধরা পড়েছে ৫৫৫ জন। এদের সকলের বিরুদ্ধেই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আদালত।

আরও পড়ুনঃ তৃণমূল বিধায়ক-সাংসদদের সোশ্যাল মিডিয়া ম্যানেজিং নিয়ে অসন্তুষ্ট প্রশান্ত

তবে পুলিশ মাস্ক না পরার জন্য কঠোর হয়েছিল মার্চ মাস থেকেই। কিন্তু দেখা গিয়েছে, করোনার বাড়বাড়ন্তের সময়ে কিছুটা লোকে মাস্ক বেশি পরিমাণে পড়লেও সম্প্রতি ফের আনলক পর্বে মাস্ক পরার হার কমে গিয়েছে। কিন্তু এর ফলে কমে আসা সংক্রমণ ফের বেড়ে যেতে পারে। তাই হেলমেটের মতো রাস্তায় মাস্ক না পরা দেখলেই মামলা দায়ের করছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here