নিউ টাউনের সুখ বৃষ্টি অ্যাপার্টমেন্টে রথযাত্রা উপলক্ষে মনোজ্ঞ অনুষ্ঠান

0
62

শ্যামল রায়,কলকাতাঃ

বিশিষ্ট সমাজসেবী শুভদীপ মল্লিকের উদ্যোগে রথযাত্রা উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নিউটাউন সুখ বৃষ্টি অ্যাপার্টমেন্টে। এই অনুষ্ঠানে হ্যালো কলকাতার তরফ থেকে সম্পাদক ও ডাইরেক্টর আশীষ বসাক বিশেষ সমাজসেবামূলক কাজের জন্য শুভদীপ মল্লিককে পুরস্কৃত করেন। এছাড়াও এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের পারফরম্যান্স উপস্থিত সকল দর্শকদের আনন্দে ভরপুর করে তোলে বলে জানা গিয়েছে। কেউ সংগীত কেউ আবৃত্তি কেউ কিছু কথা এরকম ভাবেই একটি মনোজ্ঞ অনুষ্ঠানের রুপ নেয় সুখ বৃষ্টি অ্যাপার্টমেন্টের হলঘর।

নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। বিশিষ্ট অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় তার কিছু কথা শোনান উপস্থিত দর্শকদেরকে। এছাড়াও উপস্থিত ছিলেন সিনেমা জগতের অন্যতম ব্যক্তিত্ব ও পরিচালক রাজা সেন, অভিনেত্রী সুদেষ্ণা রায় রেশমি চট্টোপাধ্যায়।
এছাড়া উপস্থিত ছিলেন বাচিকশিল্পী পূরবী রায়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন সুমন রায় শৌভিক মজুমদার সৌমিত্র দে সমীর চট্টোপাধ্যায় ,গোপী মামুদ  । সংগঠক আয়োজক শুভদীপ মল্লিক উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জানান এই ধরনের উদ্যোগ তৃতীয় বছর শেষ করল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here