সুদীপ পাল,বর্ধমানঃ
বাইপাস সার্জারি হয়েছিল কলকাতায় পিজি হাসপাতালে কিন্তু টাকার অভাবে সেলাই কাটাতে যেতে পারেননি বর্ধমানের শিল্যাগ্রামের বাসিন্দা গজনী বাগদী। ১৯ বছরের গজনীর চিকিৎসার জন্য এগিয়ে এলেন গলসি ১ রামগোপালপুর পঞ্চায়েতের বিদায়ী প্রধান ফজিলা বেগম। গজনীর বাবা রাধাশ্যাম বাগদী আগেই প্রয়াত হয়েছেন। দিনমজুর করে কোনরকমে জীবন কাটে মা মেনকা আর গজনীর। হৃদরোগে আক্রান্ত মেয়েকে নিয়ে সমস্যায় পড়েছিলেন মা। কষ্ট করে মেয়ের বাইপাস সার্জারি করান পিজিতে কিন্তু টাকারভাবে সেলাই কাটাতে মেয়েকে নিয়ে যেতে পারেননি মেনকাদেবী। তিনি বলেন, ‘দিন আনি দিন খাই। দিনমজুরীর টাকায় কোনরকমে পিজিতে গিয়ে বাইপাস করানো হয়েছে কিন্তু সেলাই খোলার টাকাও নেই। তাই কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না।’
রামগোপালপুর পঞ্চায়েতের বিদায়ী প্রধান ফজিলা বেগম পুরো বিষয়টি জানতে পেরে মেনকাদেবীর বাড়িতে হাজির হন। পাঁচ হাজার টাকার চেক গজনীর হাতে তুলে দেন তিনি। কলকাতায় গিয়ে দ্রুত চিকিৎসা করানোর পরামর্শও দেন তিনি। গজনী বলছেন, ‘এই পাশে দাঁড়ানোর কথা কখনও ভুলব না।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584