নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ফেসবুক ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্টকে এক সপ্তাহ সময় দিলো, পরের হলফনামা জমা দেবার। এই সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে কোনো বলপ্রয়োগ করা যাবে না, জানালো সুপ্রিম কোর্ট।
দিল্লি হিংসায় ফেসবুকের ভূমিকা ছিল ‘হেট স্পিচ’ ছড়ানোর। দিল্লি বিধানসভার শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটি এই মর্মে নোটিশ পাঠায় ফেসবুক ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অজিত মোহনকে। তিনি এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদন জানান।
আরও পড়ুনঃ পায়ে হেঁটে বাড়ি ফিরেছে ১ কোটির বেশি পরিযায়ী- কেন্দ্রীয় শ্রমমন্ত্রক
সুপ্রিম কোর্ট ১৫ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে পরবর্তী হলফনামা জমা দেবার এবং এই সময় পর্যন্ত বিধানসভা শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটি কোনো ব্যবস্থা নিতে পারবে না। এই মর্মে দিল্লি বিধানসভাকেও নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট এবং শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটিকেও মামলার উত্তর দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে সর্বোচ্চ আদালত থেকে।
আরও পড়ুনঃ টাইম প্রকাশিত প্রভাবশালী তালিকায় মোদীর সাথে শাহীনবাগ আন্দোলনের মুখ বিলকিস বেগম
দিল্লি বিধানসভার শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটির প্রথম সমনের ভিত্তিতে ফেসবুকের তরফে কেউ কমিটির সামনে হাজির হতে অস্বীকার করেন ও তারা দ্বিতীয় সমন অব্দি অপেক্ষা করতে চান।
এই ক্ষেত্রে ফেসবুক ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অজিত মোহন সুপ্রিম কোর্টে আবেদন জানালে বিচারপতি সঞ্জয় কিশন কাউল, বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি কৃষ্ণ মুরারির যৌথ বেঞ্চ আজ এই সিদ্ধান্ত জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584