নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভারতে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা নাকচ করে দিলো টয়োটা মোটর্স, অভিযোগ ট্যাক্সের হার অত্যন্ত বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশি বিনিয়োগকে যখন স্বাগত জানাচ্ছেন, টয়োটা কিরলস্কার মোটর্সের ভাইস চেয়ারম্যান জানালেন, ভারতে অটোমোবাইলের ক্ষেত্রে যে বহুল পরিমান ট্যাক্সের বোঝা চাপানো হয় তাতে ব্যক্তিগত মালিকানার গাড়ির ক্ষেত্রে অসুবিধায় পড়ছেন গ্রাহকরা, স্বাভাবিকভাবেই গাড়ি বিক্রি কমছে।
এই পরিস্থিতিতে উৎপাদন বাড়ানোর প্রশ্নই ওঠেনা। এক সাক্ষাৎকারে সংস্থার ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বনাথন বলেন, ” আমরা এদেশে ব্যবসা করতে এসে সরকারের থেকে যা বার্তা পাচ্ছি তাতে মনে হচ্ছে আমাদের এখানে দরকার নেই।”
আরও পড়ুনঃ শুক্রে প্রাণের অনুমান বিজ্ঞানীদের
টয়োটা জানিয়েছে, তাদের হয়তো এই মুহূর্তে ভারত থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার পরিকল্পনা নেই, তবে ব্যবসা বাড়ানোর যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তা স্থগিত রাখা হলো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584