হাইকোর্টের রায় না বদলালে ই-পাসের দাম ফেরাবে ‘ফোরাম ফর দুর্গোৎসব’

0
101

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ইতিমধ্যেই হাইকোর্টের রায় পুর্নবিবেচনার আবেদন জানিয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছে ‘ফোরাম ফর দুর্গোৎসব’। কিন্তু পঞ্চমীতে এই আবেদনে শুনানির পর আদালত কতটা নিজের রায় বদলাবে, তা নিয়ে সন্দিহান খোদ ‘ফোরাম ফর দুর্গোৎসবের’ কর্তারাই। তাই অনলাইনে বিক্রি করা ই-পাসের টাকা ফেরত দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখছেন তারা সকলেই। কিভাবে সেই টাকা ফেরত দেওয়া হবে, তাও সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হল।

Durgapujo | newsfront.co
প্রতীকী চিত্র

১৫ অক্টোবর থেকে অনলাইনে শুরু হয় পাস বিক্রি শুরু করেছিল ‘ফোরাম ফর দুর্গোৎসব’। উত্তর কলকাতার ১৮টি ও দক্ষিণ কলকাতার ২৩টি বড় পুজো দেখতে ই-পাস বাধ্যতামূলক বলে জানানো হয়েছিল। প্রতিটি পাসের দাম ছিল ২০০ টাকা।

আরও পড়ুনঃ রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পুনর্বিবেচনার আবেদন ফোরাম ফর দুর্গোৎসবের

ফোরামের তরফে জানানো হয়েছিল, গোটা দিনকে ২ ঘণ্টা করে মোট ১২টি ভাগে ভাগ করা হয়েছিল। যে যে ভাগের পাস সংগ্রহ করবেন তাঁকে তখনই ঠাকুর দেখতে আসতে হবে। মহামারী সময় সেভাবেই প্রস্তুতি নিয়ে পাস জোগাড় করেছিলেন অনেকেই।

কিন্তু সোমবার হাইকোর্টের রায়ের পর সমস্ত হিসেবই ওলট-পালট হয়ে যায়। রাজ্যের সমস্ত পুজো মণ্ডপকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়। ফলে পাস বিক্রি হওয়ার পরেও ঠাকুর দেখতে পারবেন না কোনও দর্শক।

আরও পড়ুনঃ ‘নবরবিকিরণ ‘ অ্যাপের মাধ্যমে নব নালন্দা স্কুলের ভার্চুয়াল পুজো পরিক্রমা

এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক যাতে নষ্ট না হয়, তা নজরে রেখে ফোরামের তরফে জানানো হয়েছে, বুধবার রিভিউ পিটিশনের শুনানি হলে তা দেখে পাসের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত হবে।

আদালত পুরনো রায় বহাল থাকলে যে অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে পাস কিনেছিলেন টাকা ফিরিয়ে দেওয়া হবে। যিনি পাস কেটেছিলেন, তিনি তার নাম ও ফোন নাম্বার দিয়ে আবেদন করলে পুরো টাকা ফেরত পেয়ে যাবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here