নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
পাত্রসায়েরের জঙ্গলে অসুস্থ হয়ে পড়ল একটি বুনো হাতি ৷ আর তাকে সুস্থ করতেই তৎপর হয়ে উঠেছেন বন দফতরের আধিকারিকরা ।জানাগেছে, পাত্রসায়ের জঙ্গলে একটি বুনো হাতি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে৷ এই খবর স্থানীয় মানুষদের মধ্যে ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ।
খবর দেওয়া হয় পাত্রসায়ের বনদফতরে ।বন দফতর সূত্রে জানা গেছে, গতকাল রাতে জয়পুর জঙ্গল থেকে সোনামুখী হয়ে পাত্রসায়ের রেঞ্জের কুসদ্বীপ বিট এলাকার জঙ্গলে অসুস্থ বুনো হাতিটি ঢুকে পড়ে । সোমবার সকালে জঙ্গল লাগোয়া স্থানীয় বাসিন্দারা শারীরিকভাবে অসুস্থ হাতিটিকে দেখতে পায় ।
তাদের নজরে আসে হাতিটি চলাফেরা করতে পারছে না, তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পাত্রসায়ের বন দফতরে । সময় নষ্ট না করে বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং হাতিটিকে সুস্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।
তবে পায়ে আঘাতের কোন চোট না থাকলেও শারীরিকভাবে অসুস্থ রয়েছে বলে জানাচ্ছেন বন দফতরের আধিকারিকরা ৷ এছাড়াও তার কান দিয়ে জল বের হচ্ছে বলে জানান তারা ।
আরও পড়ুনঃ টিএমসিপি-এবিভিপি সংঘর্ষে অগ্নিগর্ভ বাজকুল
বীরসিংহ ফরেস্ট বিট অফিসার উত্তম মাহাত বলেন , “হাতিটির কান দিয়ে মাঝে মাঝে জল বেরোচ্ছে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি হাতিটিকে সম্পূর্ণরূপে সুস্থ করার তীব্র প্রচেষ্টা চালানো হচ্ছে । ”
দীপঙ্কর সরকার নামে এক স্থানীয় বাসিন্দা বলেন , “হাতিটির খুব কাছে সাধারণ মানুষ চলে গেলও হাতিটির কোন মুভমেন্ট ছিল না তখনই আমাদের মনে হয়েছে শারীরিকভাবে অসুস্থ রয়েছে হাতিটি । সরকার দ্রুত হাতিটিকে সুস্থ করে তুলুক আমরা এটাই চাই ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584