মনিরুল হক, কোচবিহারঃ
পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের আর্থিক সহযোগিতায় মাথাভাঙ্গা রেবতী রমন সেবা সংঘ শহর গ্রন্থাগারের তৃতীয় তলের উদ্বোধন হল। বৃহস্পতিবার গ্রন্থাগারের তৃতীয় তলের উদ্বোধন করেন বন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি আবু তালেব আজাদ, মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক, ভাইস চেয়ারম্যান চন্দন দাস, জেলা গ্রন্থাগার আধিকারিক দেবব্রত কুমার দাস ও আরও অনেকে। এদিন গ্রন্থাগার কর্তৃপক্ষের তরফে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। অনেক ছাত্রছাত্রীকে আর্থিক ভাবে সাহায্য করা হয়।
মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক বলেন, “আমাদের শহরে এতদিন কোনও গ্রন্থাগার ছিল না।দীর্ঘ দিনের দাবি মেনে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের আর্থিক সহযোগিতায় মাথাভাঙ্গা রেবতী রমন সেবা সংঘ শহর এই গ্রন্থাগার পেয়ে এই এলাকার সাধারন মানুষ খুবই খুশি হয়েছেন।”
জেলা গ্রন্থাগার আধিকারিক দেবব্রত কুমার দাস বলেন, “ রাজ্যে সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের আর্থিক সহযোগিতায় এই গ্রন্থাগার তৈরি করা হল। যাতে এই এলাকার সাধারণ ছাত্রছাত্রীরা এখানে থেকে সুযোগ সুবিধা পায় দিকে লক্ষ্য রেখে কিন্তু এই গ্রন্থাগারটি তৈরি করা হল। এই গ্রন্থাগারের তৃতীয় তল তৈরি করতে ১৩ লক্ষ টাকা খরচ হয়েছে ।
বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন জানান, “রাজ্য সরকার ছাত্র ছাত্রীদের গ্রন্থাগারমুখী করার জন্য গ্রন্থাগারগুলিকে আধুনিকীকরণ করে তোলা হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584