রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যু তদন্তে গিয়ে আক্রান্ত বনকর্মীরা

0
76

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

গত ৯ এপ্রিল সকালে মাছ ধরতে যাওয়ার সময় সুন্দরবনের আজমলমারির জঙ্গলে একটি বাঘের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন মৎস্যজীবীরা৷খবর দেওয়া হয় বনদপ্তরে৷রয়্যাল বেঙ্গল টাইগারের দেহটি উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা৷কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত,তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা৷

Forest workers attacked during the investigation
আক্রান্ত বনকর্মীরা।নিজস্ব চিত্র

বনকর্মীদের প্রাথমিক অনুমান,বাঘটিকে কমপক্ষে পনেরোদিন আগে হত্যা করা হয়েছিল৷তারপর দেহটি ফেলে রেখে যাওয়া হয় আজমলমারির জঙ্গলে৷ বনদপ্তরের তরফে এ-ও স্বীকার করা হয় যে,ইদানীং ক্রমশই সুন্দরবনের জঙ্গল লাগোয়া অঞ্চলগুলিতে বাড়ছে চোরশিকারীর দাপট৷ তারাই কখনও হরিণ আবার কখনও রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করছে৷ওই রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যুর সঙ্গে চোরাশিকারীদের যোগসাজশ রয়েছে বলেই অনুমান বনদপ্তরের৷এরপর চোরাশিকারিদের পাকড়াও করতে শনিবার গভীর রাতে মৈপীঠ গ্রামে হানা দেন ডিএফও-সহ অন্তত আট জন বনকর্মী৷

আরও পড়ুনঃ ভারত-নেপাল সীমান্ত থেকে তক্ষক সহ ধৃত দুই

রাতের অন্ধকারে বনকর্মীদের টহল দিতে দেখে উত্তেজিত হয়ে পড়েন গ্রামবাসীরা৷ তাঁদের ঘিরে ধরেন স্থানীয়রা৷ কিছু বুঝে ওঠার আগেই বনকর্মীদের বেধড়ক মারধর করতে শুরু করেন তাঁরা৷ হামলার জেরে মাথা ফেটে গিয়েছে প্রায় সকলেরই৷ বেধড়ক মারে ডিএফও-র পাঁজর ভেঙে গিয়েছে৷ চিকিৎসার জন্য স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে বনাধিকারিকদের৷ আক্রান্তদের দাবি,গ্রামের বেশিরভাগ মানুষই চোরাশিকারের সঙ্গে জড়িত৷ তাই তাদের আক্রোশের বশবর্তী হয়েই বনকর্মীদের মারধর করেন গ্রামবাসীরা৷ এই হামলার প্রতিবাদে জানিয়ে সোমবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন বনকর্মীরা৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here