মনিরুল হক, কোচবিহারঃ
বোর্ড গঠনের পর প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যদের সংবর্ধনা জানাল কোচবিহার ২ নং ব্লকের গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস।আজ থানেশ্বর বাজারে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। এদিন নব নির্বাচিত প্রধান সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যদের সংবর্ধনা জানানোর পাশাপাশি এদিন সেখানে দলীয় একটি কার্যালয়ের উদ্বোধন হয়।এরপর নব নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকায় একটি মিছিল করা হয়।জানা গিয়েছে, গোপালপুর গ্রাম পঞ্চায়েতে এই বারই প্রথম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বোর্ড গঠন করা হয়েছে।এর আগে এখানে বামেদের বোর্ড ছিল।তারও আগে এই গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের দখলে ছিল। এদিন নব নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা অভিযোগের সুরে বলেন, দীর্ঘ কুড়ি বছর পর গোপালপুর অঞ্চলের বাসিন্দারা বঞ্চিত ছিল।তারা এলাকার উন্নয়ন জোর দেবেন।এদিন অনুষ্ঠানের পর তারা বোর্ড মিটিং করেন।
গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সুব্রত চাকদার বলেন,“গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে নব নির্বাচিত প্রধানসহ পঞ্চায়েত সদস্য সদস্যাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। আজকে এখানে মন্দিরে আমরা পুজো দিয়েছি।তারপর সবাই মিলে রাখী বন্ধনের মধ্যে দিয়ে মেলবন্ধন অনুষ্ঠানে মেতেছি। এবার প্রথম এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বোর্ড গঠন হয়েছে। আমরা এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করার চেষ্টা করব।”
আরও পড়ুন: ফাঁসিদেওয়া থেকে উদ্ধার দশ লক্ষ টাকার বেআইনী মদ,গ্রেফতার ৮
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584