ওয়েবডেস্কঃ
প্রাক্তন ইউএসএ প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশ শুক্রবার ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাহাজের চালক হিসেবে কেরিয়ার শুরুর পর তিনি তেল ব্যবসায় নামেন। ১৯৬৪ সালে প্রথম সক্রিয়ভাবে রাজনৈতিক জীবনে পদার্পণ করেন। পরে ১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত দেশের রাষ্ট্রপতির দায়িত্ব সামলান।
তাঁর শাসনকাল ছিল বিতর্কিত ও বৈচিত্র্যময়। ঠান্ডা যুদ্ধে তার ভূমিকা ও পরে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব রাজনীতিতে ও ইরাক-কুয়েত যুদ্ধে তাঁর ভূমিকা তাঁর জীবনের বিতর্কিত অধ্যায়।
সিনিয়ার বুশের মৃত্যুর খবর তাঁর মুখপাত্র জিম ম্যাকগ্ৰাথ প্রথম জানান।পরে তাঁর পুত্র ও ৪৩ তম আমেরিকান প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ পরিবারের হয়ে বাবা সিনিয়র বুশ তথা আমেরিকার ৪১ তম রাস্ট্রপতি জর্জ হার্বার ওয়াকার বুশের মৃত্যুর খবর নিশ্চিত করেন। উল্লেখ্য, আটমাস আগে তাঁর স্ত্রী বারবারা বুশ ৭৩ বছর বয়সে প্রয়াত হন।
Statement by the Office of George H. W. Bush on the passing of the 41st President of the United States of America this evening at 10:10pm CT at the age of 94. pic.twitter.com/XUPgha2aUW
— Jim McGrath (@jgm41) December 1, 2018
তাঁর মৃত্যুতে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিক্রিয়া
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584