চলে গেলেন মেসিদের প্রাক্তন কোচ সাবেয়া

0
69

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ফের খারাপ খবর আর্জেন্টিনা ফুটবলে। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনা। এবার চলে গেলেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার ও কোচ আলেহান্দ্রো সাবেয়া। ২৪ বছর পর যাঁর কোচিংয়ে আর্জেন্টিনা জাতীয় দল ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে উঠেছিল। কলকাতায় ২০১১ সাবেয়ার কোচিং এ খেলে যায় টিম মেসি। দীর্ঘ অসুস্থতার পর ৬৬ বছরে চলে গেলেন।

Alejandro Sabella | newsfront.co

যেদিন মারাদোনা মারা যান, ঠিক তার পরের দিনই হৃদরোগে অস্ত্রোপচারের জন্য বুয়েনস এয়ার্সের বেলগ্রানোর এক হাসপাতালে ভর্তি হন সাবেয়া। চিকিৎসায় প্রাথমিকভাবে সাড়া দিলেও করোনা থাকায় পরিস্থিতি অবনতি হতে শুরু করে কিছুদিন পরেই। তারপর টানা দু’সপ্তাহ ইনসেনটিভ কেয়ারে ছিলেন তিনি।

আরও পড়ুনঃ দলের ডিফেন্স ডোবাল মানছেন না হাবাস

মঙ্গলবার পরিস্থিতির আরও অবনতি হয়। শ্বাস প্রশ্বাসে সমস্যা দেখা যায়। তারপরেই কৃত্রিমভাবে শ্বাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর্জেন্টিনার স্থানীয় সময় অনুযায়ী দুপুরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
৭০-এর দশকে রিভারপ্লেটে এটাকিং মিডফিল্ডার হিসাবে কেরিয়ার শুরু করেন। ১০০-র বেশি ম্যাচ খেলে তিনটে ট্রফিও জেতেন। ১৯৭৮ বিশ্বকাপের পর প্রথম লাতিন আমেরিকান ফুটবলার হিসাবে ইংলিশ ফুটবলে নাম লেখান। যোগ দেন শেফিল্ড ইউনাইটেডে। যে ক্লাব পরে মারাদোনাকেও সই করাতে ঝাঁপিয়েছিল। এরপর লিডস ইউনাইটেড হয়ে ইস্টুডিয়নসের জার্সিতেও খেলেন তার কোচিং এ আর্জেন্টিনা ২৮ বছর পর বিশ্বকাপ ফাইনাল খেলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here