প্রাক্তন অস্ট্রেলিয়ান সুপারকার চালক এখন বিখ্যাত পর্ণ তারকা

0
927

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

রেনে গ্রেসি। নামটার সঙ্গে মানুষটিও বেশ জনপ্রিয়। ১৯৯৫ সালে ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন রেনে। গত ১৪ বছরের মধ্যে তিনি-ই হয়ে ওঠেন প্রথম পূর্ণ সময়ের মহিলা সুপারকার ড্রাইভার। ২০১৩ সালে তিনি প্রথম মহিলা প্রতিযোগী হিসেবে অংশ নেন পোর্শে ক্যারেরা কাপ অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নশিপে।

renee gracie | newsfront.co
রেনে গ্রেসি। সংবাদ চিত্র

দু’বছর পরে রেনে সুপারকারস ডানলপ সিরিজে অংশ নেন। সে বছরই সিমোনা দি সিলভেস্ট্রোর সঙ্গে জুটি বেঁধে অংশ নেন অস্ট্রেলিয়ার আইকনিক বাথার্স্ট ১০০০ সুপারকার রেসে।

২০১২ থেকে ২০১৭ অবধি নিজের দেশ অস্ট্রেলিয়া ও বিদেশের মাটিতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন রেনে। সুপার টু সিরিজ, সুপারকার সিরিজ, বাথার্স্ট ১০০০ সিরিজ-সহ বিভিন্ন প্রতিযোগিতায় রেনে পাল্লা দিয়েছেন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে। কিন্তু সাধ থাকলেও সবসময় সাধ্য থাকে না।

আরও পড়ুনঃ ব্রেকিং নিউজঃ জনসাধারণের জন্য আইফেল টাওয়ার খুলছে ২৫ শে জুন

আর ঠিক সেই কারণে সুপারকার চালকের পেশাটা রেনের পক্ষে আর টিকিয়ে রাখা সম্ভব হয়নি। এরপর বাধ্য হয়ে এই পেশা থেকে অবসর নিয়ে তিনি কাজ নিলেন রেসিং কার রাখার জায়গায়। গাড়ি চালানোর বদলে তিনি তখন রেসিং কার-এর যত্ন করতেন। অর্থাভাব এখানেও রেনে গ্রেসি’র পিছু ছাড়েনি। তাই এই পেশাতেও টিকে থাকতে পারলেন না রেনে।

এরপর বাধ্য হয়ে একটি পর্ন ওয়েবসাইটে নিজের ছবি দিলেন রেনি। তার পর দিলেন ভিডিয়ো। প্রথম সপ্তাহেই উপার্জন করলেন তিন হাজার ডলার। এখন তাঁর ওয়েবসাইটের সাবস্ক্রাইবার সাত হাজারের বেশি।

উপার্জন করেন সপ্তাহে পঁচিশ হাজার ডলার। প্রাক্তন অস্ট্রেলিয়ান সুপারকার চালক রেনে গ্রেসি এখন বিখ্যাত পর্ণ তারকা। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রেনে গ্রেসি বলেন, সুপারকারের চালক হিসাবে আর ফিরতে পারবেন না তিনি। তাঁর এই পেশায় ফিরে যাওয়ার সব পথ বন্ধ হয়ে গেছে বলে মনে করেন রেনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here