নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
প্রয়াত বর্ষীয়ান সিপিআইএম নেতা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী সুদর্শন রায় চৌধুরী, উত্তরপাড়ার এক বেসরকারি হাসপাতালে শনিবার রাত আটটা বেজে ২০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ বাম নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
ষাটের দশকে প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় থেকেই ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। সক্রিয় রাজনীতির পাশাপাশি অধ্যাপনাও করেন তিনি, শ্রীরামপুর কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন সুদর্শন রায়চৌধুরি।
২০০৬ সালে জঙ্গিপাড়া থেকে বিধায়ক নির্বাচিত হন সুদর্শন বাবু। সেই বছরই মন্ত্রীসভায় উচ্চশিক্ষামন্ত্রী পদে দায়িত্ব নেন। এর আগে দু বার শ্রীরামপুর থেকে সাংসদ হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগে মামলা শীর্ষ আদালতে, হাজির হলেন না কেন্দ্রের আইনজীবী
রাজ্যের প্রাক্তন উচ্চ শিক্ষা মন্ত্রী সুদর্শন রায়চৌধুরি ২০০৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত হুগলি জেলার দায়িত্বে ছিলেন। এরপরে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ছিলেন আমৃত্যু। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এই প্রবীণ বাম নেতা। শরীরে সোডিয়াম-পটাশিয়াম ভারসাম্যের অভাব দেখা দেওয়ায় উত্তরপাড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বিকেল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপরে হৃদরোগে আক্রান্ত হন তিনি, আইসিসিইউতে রাত ৮:২০ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584