ধর্ষণ মামলায় বেকসুর খালাস প্রাক্তন বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দ

0
104

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

ধর্ষণের মামলায় অভিযুক্ত প্রাক্তন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্ত্রীয় মন্ত্রী চিন্ময়ানন্দকে বেকসুর খালাস করল লখনৌ-এর বিশেষ আদালত। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এক আইনের ছাত্রীকে যৌন নিগ্রহ ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছিলেন তিনি।

Swami Chinmayanand | newsfront.co
ছবিঃ লাইভ ল

প্রাক্তন এই বিজেপি নেতার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়ে বিশেষ বিচারপতি পিকে রাই জানান, অভিযোগকারীণী তাঁর অভিযোগ প্রমাণ করতে পারেননি। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে শুধু সন্দেহের বশে কখনো অভিযুক্তকে দোষী বলা যায় না।

এই মামলায় অন্য এক অভিযুক্তকেও বেকসুর খালাস করেছে আদালত। এদিন রায় ঘোষণার সময় চিন্ময়ানন্দ ও অন্যান্য অভিযুক্তরা হাজির ছিলেন আদালতে। উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ আগস্ট শাহজাহানপুরে কোতোয়ালী থানায় চিন্ময়ানন্দের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর সফর ঘিরে প্রতিবাদের জেরে বাংলাদেশে বন্ধ ফেসবুক পরিষেবা

অভিযোগকারীণীর বাবার অভিযোগের ভিত্তিতেই অভিযোগ দায়ের করে পুলিশ। ছাত্রীর বাবার অভিযোগ ছিল ঘটনার পর চিন্ময়ানন্দর ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কোনরকম যোগাযোগ করা যায়নি। এরপর ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর চিন্ময়ানন্দকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরে ২০১৯ সালের ৪ নভেম্বর ভারতীয় দণ্ডবিধির ৩৭৬-সি ধারায় মামলা দায়ের করা হয়, ওই মামলায় ফাইল হয় চার্জশিট।

অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী ওম সিং অভিযোগকারীণী ছাত্রী ও তাঁর বন্ধুর বিরুদ্ধে চিন্ময়ানন্দর কাছ থেকে ৫ কোটি টাকা আদায়ের পাল্টা অভিযোগ দায়ের করেন। এদিন দু’টি মামলাই খারিজ করে দিয়েছে লখনৌ-র বিশেষ আদালত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here