হিংসার রাজনীতি-বিভাজন-ধর্মীয় ঘৃণার কেন্দ্র উত্তরপ্রদেশ, যোগীকে চিঠি শতাধিক আমলার

0
68

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

এলাহাবাদ হাইকোর্ট কড়া রায় দিয়েছে লাভ জিহাদ প্রসঙ্গে, এরপর প্রাক্তন আমলারাও যোগীর সিদ্ধান্তের বিরোধিতা করছেন। শতাধিক প্রাক্তন আমলা যোগীকে চিঠি লিখে লাভ জিহাদ আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাশাপাশি তাঁদের কটাক্ষ, উত্তরপ্রদেশ বর্তমানে হিংসার রাজনীতি, বিভাজন ও ধর্মীয় ঘৃণার কেন্দ্র হয়ে উঠেছে। সরকারি প্রতিষ্ঠানগুলি এখন সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে তাঁরা।

Yogi Adityanath | newsfront.co
যোগী আদিত্যনাথ- ফাইল চিত্র

প্রাক্তন আইএএস-দের একটি দল, তার প্রায় ১০৪ জন সদস্য চিঠি লিখেছেন যোগীকে। শিবশংকর মেনন, ওয়াজাহাত হাবিবুল্লাহ, টি কে এ নায়ার, কে সুজাতা রাও এবং এ এস দৌলতের মতো প্রাক্তন আমলাদের স্বাক্ষর রয়েছে এই চিঠিতে।

এই চিঠিতে তাঁরা উল্লেখ করেছেন যে, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সংবিধানের মর্যাদা রেখে ও দেশের আদর্শের কথা ভেবে তাঁরা নিজেরা যা অনুভব করেছেন, তাই-ই সরকারের কাছে জানিয়েছেন। তাঁরা আরো লিখেছেন যে, এটা সত্যিই খুবই দুঃখজনক যে, উত্তরপ্রদেশ, যা ছিল একসময় গঙ্গা-যমুনা সভ্যতার প্রতীক , বর্তমানে তা হিংসার রাজনীতি, বিভাজন ও ধর্মীয় ঘৃণার কেন্দ্র হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ কুখ্যাত ছোটা রাজন এবং মুন্না বজরঙ্গির নামে ডাকটিকিট! তদন্তে ডাকবিভাগ

এমনকি সাম্প্রতিক কালে মোরাদাবাদে ঘটে যাওয়া ঘটনার কথাও তাঁরা উল্লেখ করেছেন। তাঁরা লিখেছেন, পুলিশ, আইন রক্ষক হয়েও নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকলো আর তাদের সামনেই কিছু অঘোষিত রক্ষক এক নিরীহ দম্পতিকে উত্ত্যক্ত করে মহিলার গর্ভস্থ শিশুকে হত্যা করল।

আরও পড়ুনঃ সাংবাদিক হত্যাকারী দেশের তালিকায় ফের ভারতের নাম

আমলাদের দাবি একটাই, স্বাধীন দেশে প্রত্যেক মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, সে অধিকার বজায় থাকুক। এই ধরনের ন্যক্কারজনক ঘটনা যাতে না ঘটে তা দেখার কথা সরকারের, উল্টে এখানে এমন সব কাজে মদত দিচ্ছে সরকার; এ জিনিস বন্ধ হোক।

এই আইন ব্যবহার করে মুসলিম পুরুষদের উপর অত্যাচার করা হচ্ছে এবং হিন্দু মহিলা যাঁরা স্বেচ্ছায় নিজের জীবনসঙ্গী বেছে নিয়েছেন তাঁদের উত্ত্যক্ত করা হচ্ছে। একটি স্বাধীন ধর্মনিরপেক্ষ দেশে এ জিনিস চলতে পারে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here