অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
একুশের নির্বাচন যত সামনে আসছে ততই তৃণমূলের ঘর ভাঙার ঘটনা প্রত্যক্ষ করছেন সাধারণ মানুষ। একের পর এক তৃণমূল নেতা, বিধায়ক এমনকি একজন সাংসদ সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন।
এমতাবস্থায় তৃণমূলে যোগ দিলেন সিএবির প্রাক্তন সচিব বিশ্বরূপ দে। দীর্ঘদিন ধরে দক্ষ ক্রীড়া প্রশাসক হিসেবে কাজ করেছেন বিশ্বরূপবাবু।বুধাবার, তৃণমূল ভবনে, দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সুখেন্দুশেখর রায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন সিএবির প্রাক্তন সচিব।
তৃণমূলে যোগ দিয়ে বিশ্বরূপবাবু বলেন, ” আমি টিম স্পিরিটে বিশ্বাস করি।মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম স্পিরিট দেখেই তৃণমূলে যোগদান”। এদিনের যোগদান অনুষ্ঠানে বিশ্বরূপ দের সঙ্গে আরও একশো জন তৃণমূলে যোগদান করেন।
আরও পড়ুনঃ ভারতীয় দলকে পাঁচ কোটি দেওয়ার ঘোষনা সৌরভের
বিশ্বরূপের সঙ্গে ফোনে আমরা যোগাযোগ করা হলে তিনি বলেন,’আমি জনতা কারফিউ ঘোষণার দিন থেকে মানুষের জন্য কাজ করেছি সারা বছর আমি মানুষের বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত প্রস্তাব অনেক দিন ধরে ই ছিল কিন্তু মনে হল একটা রাজনৈতিক দল না থাকলে মাথার ওপরে কাজে র পরিধি ততটা পাওয়া যায় না।”
আরও পড়ুনঃ ভারতের প্রশংসা ভিভ সচিন, মোদী পন্টিং ও গুগল সিইও’র
লোধার নিয়মে বিশ্বরূপ আর ক্রিকেট পদে থাকতে পারবেন না, ফুটবল প্রশাসন আইএফএ-তে যাওয়ার চেষ্টা করলেও তার সেই স্বপ্ন সফল হয়নি। মমতা বন্দোপাধ্যায়ের দাদার তরফ থেকে বিওএ’র নির্বাচনে দাঁড়িয়েও হেরে যান তাই কোন একটা জায়গা পেতে তিনি তৃণমূলে।
অপর পক্ষ আবার মনে করছে যেহেতু বিজেপিতে সৌরভ গঙ্গোপাধ্যায় দাঁড়াতে পারেন বলে গুঞ্জন আর সৌরভ আর বিশ্বরূপের সম্পর্ক অম্ল- মধুর তাই তৃণমূল ও বিশ্বরূপকে নিল। তবে যদি সৌরভ বিজেপিতে আসে তার বিকল্প কি বিশ্বরূপ আদৌ হতে পারবে? মহারাজকে মোকাবিলার জন্য প্রশ্ন। কিন্তু প্রশ্ন উঠছেই কলকাতা ময়দানে ও রাজনীতির আবহাওয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584