রায়নার প্রশংসায় তার প্রথম অধিনায়ক দ্রাবিড়

0
43

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে অবসর নিয়ে বরাবরের মতো ছায়াতে হারিয়ে গেছেন সুরেশ রায়না। অথচ ব্যাট, বল ও ফিল্ডিং তিন বিভাগেই দল যখন সমস্যাই পড়েছেন মুশকিল আসান ছিলেন রায়না। আর রায়নার ভারতীয় ক্রিকেটে অবদানের কথা বলতে গিয়ে তার প্রথম অধিনায়ক রাহুল দ্রাবিড় তাকে প্রশংসাতে ভরিয়ে দিলেন।

Indian team | newsfront.co
ফাইল চিত্র

এক ভিডিও বার্তায় দ্রাবিড় জানান, দলের সবসময় কঠিন দায়িত্বগুলি পালন করতো সুরেশ রায়না। দল যখনই সমস্যায়, ডাক পড়তো রায়নার। অনেক ম্যাচে তার ছোটো ছোটো ভূমিকাতে ভারত জিতেছে। নিচের দিকে ব্যাটিং করতে হবে, তো রায়না। আগে নামতে হবে, তখনও রায়না। কখনও কিছুতে না বলতো না। আর বল হাতেও দলকে বাঁচতে ডাক পড়তো রায়নার। আসলে ও ছিল দলের মুশকিল আসান। আমার খুব প্ৰিয় ক্রিকেটার ছিল রায়না।‘

আরও পড়ুনঃ টেস্ট থেকে অবসরের পর ধোনির চোখে জল দেখেন অশ্বিন

দ্রাবিড় আরও বলেন, ‘রায়না আরও অনেক বেশি রান ক্রিকেট জীবনে করতে পারতো যদি ও আরো ওপরের দিকে ব্যাটিং করার সুযোগ পেতো। অনুর্ধ-১৯ দলে খেলে সিনিয়র টিমে ঢুকেছিলো। অসম্ভব প্রতিভা ছিল। সাদা বলে ও ছিল দারুন দক্ষ। কিন্তু ওকে উপরের দিকে খুব কম ব্যাট করতে দেওয়া হয়েছে। ওর বাকি জীবনের জন্য শুভেচ্ছা। আইপিএল যেন ও মন দিয়ে খেলে, মানুষকে আনন্দ দেয়।‘

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here