নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
সরকার মনোনীত নতুন পৌর প্রশাসক বোর্ড গঠন হতেই এবার জেলার শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হলেন বালুরঘাট পুরসভার প্রাক্তন তৃণমূল বোর্ডের চেয়ারম্যান রাজেন শীল। এদিন বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন রাজেন শীল।

রাজেনবাবু জানান, ইচ্ছে করেই তাকে ওই কমিটিতে জায়গা দেওয়া হয়নি। এমনকি এমসিআইসি’র কেউই সুযোগ পায়নি। বালুরঘাটবাসীদের নিয়ে খেলা হচ্ছে। এর প্রভাব আসন্ন পুরসভা ও বিধানসভা নির্বাচনে পড়বে বলে তিনি জানান৷ তিনি আরও বলেন, প্রশাসক বোর্ড আসার পর থেকেই কোনো উন্নয়ন হয়নি।
আরও পড়ুনঃ নাড্ডার নিরাপত্তা নিয়ে শাহকে নালিশ দিলীপের

এমনকি সাধারণ কোন সার্টিফিকেটের জন্য শহরবাসী হয়রানির শিকার হয়েছে। আবার একই ভাবে সরকার মনোনীত পৌর বোর্ড তৈরি করা হয়েছে। জেলা নেতৃত্ব ও বালুঘাটের শীর্ষ নেতারা এর সঙ্গে যুক্ত রয়েছে। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কাজ বুঝতেই সময় চলে যাবে, কোন উন্নয়ন হবে না।
আরও পড়ুনঃ হাইকোর্টের তরফে মহুয়া মৈত্রকে আইনি নোটিশ

যদিও এই সিদ্ধান্ত জেলা নেতৃত্বের নয় বলে জানিয়েছেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকি। যারা পুর বোর্ডের সদস্য তাদেরকে ভেবে চিন্তেই মাননীয়া দায়িত্ব দিয়েছেন বলে তিনি মনে করেন এবং তারা ভাল কাজ করবেন বলেও আশা রাখেন।
আরও পড়ুনঃ প্রাক্তনকে দেখতে হাসপাতালে বর্তমান মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, বালুরঘাট পুরসভার ভোটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে ২০১৮ সালের ২৩ অক্টোবর। তারপর থেকে পরপর দুই বার প্রশাসক বোর্ড পরিচালনা করেছে বালুরঘাট পুরসভা। সম্প্রতি সরকার মনোনীত ১১ জনকে নিয়ে পৌর প্রশাসক বোর্ড তৈরি করা হয়েছে। যার চেয়ারপার্সন মনোনীত করা হয়েছে বালুরঘাট হাইস্কুলের প্রাক্তন শিক্ষক হরিপদ সাহা কে। তিনি সহ বোর্ডের বেশিরভাগ ব্যক্তিই অরাজনৈতিক।
এই বিষয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানান, অরাজনৈতিক ব্যক্তিদের কাঁধে বন্দুক রেখে পুরসভা চালাতে চাইছে তৃণমূল। পুরোনো বোর্ডের দুর্নীতি ঢাকতে শহরের বিশিষ্ট ব্যক্তিদের বোর্ডে ঢোকানো হয়েছে, যাদের মধ্যে অনেকের অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584