সমর্পিতা বন্দ্যোপাধ্যায়, ওয়েবডেস্কঃ
৭৪ বছর বয়সী ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা, এই মুহূর্তে তিনি কোমায় চলে গিয়েছেন বলে দাবী তাদের ।
নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে রায়পুরের নারায়না হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। মেডিক্যাল টিমের পরামর্শ অনুসারে তার চিকিৎসা চলছে।
সূত্রের খবর অনুযায়ী নিজের বাড়ির বাগানে হাঁটতে যান তিনি সেখানে পরে যান আর তার থেকেই এই বিপত্তি। সেখান থেকেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। অজিত যোগীর স্ত্রী তথা ও ছেলে হাসপাতালে রয়েছেন। আমলা হিসেবে কাজ শুরু করা অজিত যোগী পা দেন রাজনীতিতে। ২০০০ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।
২০১৬ সালে বিতর্কে জড়িয়ে পড়লে সেই বছরই কংগ্রেস ত্যাগ করেন এই নেতা। পরে নিজের ছেলেকে সাথে নিয়ে জনতা কংগ্রেস ছত্তিশগড় নামে নিজের আলাদা দল গঠন করেন তিনি। তার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার অপেক্ষায় তার শুভাকাঙ্খীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584